যদি হেডার নামটি ভেঙে যায়....

একটু খেয়াল করে দেখুন তো বাংলা ব্লগ টিপ্‌স থেকে নেয়া কোন টেমপ্লেটের হেডারের নামটি নিচের ছবির মতো ভেঙে গেছে কিনা।

(ছবিটি ছোট করে রাখা হয়েছে। ছবির উপরে ক্লিক করলে বড় ছবিটি ওপেন হবে)

যদি ছবিতে দেয়া সমস্যাটি (Problem) আপনার ক্ষেত্রেও ঘটে থাকে। তাহলে প্রথমেই আমি এই সমস্যাটির কারণে দুঃখ (Sorry) প্রকাশ করছি। তবে, এই সমস্যাটি বাংলা ব্লগ টিপ্‌স এর দেয়া টেমপ্লেটের নয়। আপনি সম্ভবত পুরনো কোন ব্রাউজার (Older Browser) ব্যবহার করছেন। এক্ষুনি ওই ব্রাউজারটিকে আপডেট (Update) করে নিন। সবচাইতে ভাল হয় যদি আপনি ফায়ারফক্স (Firefox) ব্রাউজার ব্যবহার করেন। কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে : কেন আপনি ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করবেন?

ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে অনলাইনে ঘাপটি মেরে বসে থাকা বিভিন্ন ধরণের অপরাধমূলক ওয়েবসাইটকে (Spy, Fishing Website) এই ব্রাউজার সহজেই সনাক্ত করতে পারে। আপনি যখন মনের আনন্দে বিভিন্নরকম ওয়েবসাইটে ভ্রমণ করছেন, তখন আপনার অজান্তেই হয়তো কোন ক্ষতিকারক ওয়েবসাইট আপনি ভিজিট করেছেন। তখন ওই ওয়েবসাইট আপনার পাসওয়ার্ড (Password), ব্যাংক একাউন্ট নাম্বার (Bank Account Number) ইত্যাদি চুরি করে নিবে। ফলে আপনার ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। ফায়ারফক্স ব্রাউজার এই সমস্যা থেকে একেবারে মুক্ত। এছাড়াও নতুন ফায়ারফক্সের একটি বিশেষ সুবিধা হল এটা ইউনিকোড ভার্সনের (Unicode Version) ওয়েবসাইট (Website) বা ব্লগগুলোকে (Blogs) সঠিকভাবে প্রদর্শন করে। ফলে উপরের ছবির মতো কোন শব্দ ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারে শূন্য।

তাই ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে অনলাইনে সাবলীল ও নিরাপদ থাকুন (Be Safe)।
ফায়ারফক্স ডাউনলোড করুন
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger