এক অন্যরকমের অনন্য টেমপ্লেট- হিল্লোল

আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো হিল্লোল নামের এক অন্যরকমের অনন্য টেমপ্লেট (Unique Template)। এর আগে উল্লাস, অপূর্ব এবং দুর্লভ সিরিজের কয়েকটি টেমপ্লেট বাংলার ব্লগারদের জন্য ডিজাইন (Design) করা হয়েছিল। আজকের টেমপ্লেটটি এদের চাইতে একেবারে আলাদা। যারা বড় বড় আকারের লেখা ব্লগে লিখে থাকেন, তাদের জন্য এই টেমপ্লেটটি খুব উপযোগী। ডিজাইন করা হয়েছে ব্লগারের ডিফল্ট মিনিমা টেমপ্লেটকে ভিত্তি ধরে (Based on default Minima Template)। ডিজাইন করা হয়েছে বাংলাদেশের কম স্পিডের (Slow Speed) কথা ভেবে, ফলে খুব বেশি কাস্টমাইজ (Customize) এখানে স্থাপন করা হয়নাই। ব্যাকগ্রাউন্ড (Body background) বা হেডার (Header) ফাইল হিসেবে কোনরকম ছবি (Image) ব্যবহারা করা হয়নাই। আশা করা হচ্ছে যে অনলাইনে (Online) থাকা অন্যান্য টেমপ্লেটের চাইতে এই টেমপ্লেট (Template) একটু দ্রুত লোড (Load Faster) হবে। তবে ব্লগারের ডিফল্ট পদ্ধতিতে আপনি হেডারে যেকোন রকমের ছবি (Picture) বা ইমেজ (Image) স্থাপন করতে পারবেন।


# টেমপ্লেটগুলোর জিপ ফাইল (Zia File) ডাউনলোড (Download) করার পদ্ধতি:-
লিংকের উপরে মাউসের ডানবোতাম চাপুন (ফায়ারফক্সে) , Save Link As সিলেক্ট করুন। হার্ডডিস্কের (Harddisk) কোথায় সেভ (Save) করবেন তা দেখিয়ে দিন।
# টেমপ্লেটগুলো জিপ ফাইল (Zip File) হিসেবে দেয়া আছে। ব্যবহার করার আগে আনজিপ (Unzip) করে নিন। জিপ ফাইলের ভিতরের xml ফাইলটিই টেমপ্লেট ফাইল।
# টেমপ্লেট কিভাবে পরিবর্তন (How to change template) করবেন তা এই লেখাটি থেকে জেনে নিন।
# টেমপ্লেট আপলোড (Upload) করার পর একটি সাধারণ সমস্যায় (Common Problem) পড়তে পারেন। তার সমাধান রয়েছে এখানে

হিল্লোল - ০১:
কিছু সাধারণ বৈশিষ্ট্য:
* তিন কলাম (Three Column)।
* সাইডবার (Sidebar) দুটো রয়েছে ডানপাশে।
* একটি সরু মার্জিন দিয়ে পোস্ট অংশ ও সাইডবারের কলাম অংশকে আলাদা করা হয়েছে।
* মাঝের কলামটি (Middle Column) হালকা নীল রঙের ব্যাকগ্রাউন্ডযুক্ত।
* সাইডবারের টাইটেল (Sidebar Title) হালকা ধূসর রঙের ব্যাকগ্রাউন্ডযুক্ত।
* ব্লগের উক্তি বা উদ্ধৃতি (Quote) প্রদর্শন করবে হালকা রঙের ব্যাকগ্রাউন্ড নিয়ে।
* সম্পূর্ণ টেমপ্লেটটির প্রস্থ: ১০০০ পিক্সেল (Pixel)
* পোস্ট লেখার জায়গাটি ৬০০ পিক্সেলের।
* প্রথম সাইডবারটির আকার ২৩০ পিক্সেল
* দ্বিতীয় বা অপেক্ষাকৃত সরু কলামটি ১৬০ পিক্সেলের।

ডেমোব্লগ দেখুন
ডাউনলোড করুন। সাইজ: ৮ কিলোবাইট (KB)
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger