আমরা অনেক সময় বিভিন্নরকম ক্লায়েন্ট সফটওয়ার ব্যবহার করে ইমেইলের ব্যাকআপ কম্পিউটারে নিয়ে থাকি। জিমেইলে এই অসাধারণ সুবিধাটি এতদিন ছিল না। কিন্তু মাত্র ৪.৩৫ মেগাবাইটের একটি ফ্রি সফটওয়ার দিয়ে এই কাজটি নিপুণভাবে সম্পন্ন করা সম্ভব।
www.gmail-backup.com ঠিকানা থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিয়ে জিমেইলের এড্রেস ও পাসওয়ার্ড দিন। যেখানে রাখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন। Backup Button ক্লিক করলে নতুন আসা মেইলগুলো নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। নির্দিষ্ট তারিখ হিসেবেও ইমেইলগুলোকে ব্যকআপ করা যাবে।
যদি আপনি মেইলগুলোকে রিস্টর Restore করতে চান তাহলে নির্দিষ্ট ফোল্ডারটি দেখিয়ে Restore বাটটি প্রেস করুন। রেস্টোর হতে থাকবে।