ব্লগস্পট তাদের ব্লগার সফটওয়ারের পরিবর্তন, উন্নয়ন করার আগে পর্যন্ত ক্লাসিক ব্লগার দিয়ে কাজ চালাতো। আগ্রহীরা সেই ক্লাসিক ব্লগার দিয়েই ব্লগ লিখতেন। কিন্তু বর্তমানে সেটা আর একটিভ নেই (Not Active)। এখন যদি আপনি একটি নতুন ব্লগ খোলেন, তাহলে তা বেটা ব্লগার সফটওয়ারকে ভিত্তি ধরে চালু হবে। কিন্তু আপনি ইচ্ছে করলেই পুরনো ক্লাসিক ব্লগারে ফিরে যেতে পারবেন। পুরনো ক্লাসিক ব্লগারের কিছু বিষয় ছিল জটিল, ব্যবহারবান্ধব নয়। সাধারণ ব্লগাররা তাদের ব্লগে নানারকম ফিচার (Feature) বা সুবিধাবলী যোগ করতে সক্ষম হতেন না। কিন্তু নতুন ব্লগার সাধারণ ব্লগারদের জন্য খুব উপযোগী। যারা HTML জানেন তাদের জন্য ক্লাসিক ব্লগার ছিল বেশি সুবিধাজনক। কারণ সেই ব্লগার সিস্টেমটি সম্পূর্ণরূপে HTML এর উপর ভিত্তি করে তৈরি করা ছিল। ফলে অভিজ্ঞ প্রোগ্রামাররা ব্লগ কোডে সামান্যতম পরিবর্তন ঘটিয়ে নিজের ব্লগটির সৌন্দর্য বা কাঠামো পরিবর্তন করে ফেলতে পারতেন।
যদি আপনি এই মুহূর্তে ব্লগস্পটে একটি ব্লগার খুলে ফেলেন তাহলে তা নতুন বেটা ব্লগার সফটওয়ারের উপর ভিত্তি করে তৈরি হয়ে যাবে। উপরের ছবিটি লক্ষ্য করুন। ব্লগারের ড্যাশবোর্ডের Layout অংশের Edit HTML অংশের একেবারে নিচে লাল রঙের গোল দাগ চিহ্নিত অংশে যেখানে Revert to Classic Template লেখা রয়েছে সেখানে ক্লিক
উপরের ছবিতে Edit HTML লেখাটিতে ক্লিক করলে যে পেজ আসবে সেখানে ওয়েব কোড লেখার জায়গা রয়েছে। সেখানে আপনি পছন্দমতো HTML কোড লিখুন এবং নিজের ব্লগের সৌন্দর্য, কাঠামো, বৈশিষ্ট্য পরিবর্তন করুন।