বিভিন্ন ট্রাফিক পয়েন্ট, বিভিন্ন বিল্ডিং এর নিরাপত্তা, বা এ ধরণের জায়গাগুলোতে বসানো এই ক্যামেরাগুলোর দৃশ্য আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন। কখনও কখনও নির্দিষ্ট ব্রাণ্ডের ক্যামেরার দৃশ্যকেও আপনি দেখতে পারেন।
যেমন, আক্সিস ব্রান্ডের ক্যামেরার দৃশ্য দেখতে হলে গুগলে inurl:view/index.shtml লিখে সার্চ করুন। ফলাফল হিসেবে যে লিংকগুলো আসবে সেগুলোতে ক্লিক করে এরকম পাবলিক ক্যামেরার দৃশ্য দেখতে পারবেন। যেমন: এই দৃশ্য। এই দৃশ্যটি ইউনিভার্সিটি অফ ওমাহা’র একটি ট্রাফিক ক্যামেরার। এক রাস্তার দৃশ্য এখানে দেখা যাচ্ছে।
গুগলে সার্চ না করে এক জায়গাতেই অনেকগুলো ক্যামেরার লিংক পাওয়া যাবে। এরকম একটি সাইট হল ওপেনটোপিয়া । এখানে বিভিন্ন দেশের দৃশ্য দেখতে পারবেন।
ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটি রাস্তা
কিছু কিছু ক্যামেরাকে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। ডানে বামে ঘোরানোসহ জুম করা বা এধরণের প্রাথমিক কিছু কাজ আপনি আপনার ডেস্কটপ থেকে করতে পারবেন। সব ক্যামেরাতে এই সুযোগ অবশ্য নেই। উপরে দেয়া ক্যামেরাগুলোতে এরকম কোন পদ্ধতি নেই। কিন্তু সনির ক্যামেরাগুলোতে এই সুবিধাটুকু দেয়া আছে। সনির এই ক্যামেরাগুলো পেতে চাইলে গুগলে inurl:home/homeS.html লিখে সার্চ করুন। তাহলে যে লিংক পাবেন সেখানে কন্ট্রোল সেকশনে গিয়ে ক্যামেরাকে নড়াচাড়া করতে পারবেন।
যেমন:ফিনল্যান্ডের একটি বন্দরের জেটি
অবশ্য কয়েক রকমের আক্সিস ব্র্যান্ডের ক্যামেরাকেও নিজের ইচ্ছেমতো কন্ট্রোল করা যায়।
যেমন: ইংল্যান্ডের একটি রাস্তার দৃশ্য
আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ভবনের ক্যামেরা রয়েছে এই লিংকে।
রাগীব হাসানের ব্লগ থেকে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

