ঘরে বসে বিশ্ব দেখুন

কোন কোন দেশে বিভিন্ন পয়েন্টে ওয়েব ক্যাম বসানো থাকে। এগুলো সাধারণত নিরাপত্তা ব্যবস্তাকে পর্যবেক্ষণ করার জন্যই বসানো হয়। শুধুমাত্র নিরাপত্তা রক্ষীরাই এইসব ক্যামেরার দৃশ্য দেখতে পারে। কিন্তু কিছু কিছু ক্যামেরা আছে যেগুলো উন্মুক্ত এগুলোকে পাবলিক ক্যামেরা বলে।

বিভিন্ন ট্রাফিক পয়েন্ট, বিভিন্ন বিল্ডিং এর নিরাপত্তা, বা এ ধরণের জায়গাগুলোতে বসানো এই ক্যামেরাগুলোর দৃশ্য আপনি বাড়িতে বসেই দেখতে পাবেন। কখনও কখনও নির্দিষ্ট ব্রাণ্ডের ক্যামেরার দৃশ্যকেও আপনি দেখতে পারেন।

যেমন, আক্সিস ব্রান্ডের ক্যামেরার দৃশ্য দেখতে হলে গুগলে inurl:view/index.shtml লিখে সার্চ করুন। ফলাফল হিসেবে যে লিংকগুলো আসবে সেগুলোতে ক্লিক করে এরকম পাবলিক ক্যামেরার দৃশ্য দেখতে পারবেন। যেমন: এই দৃশ্য। এই দৃশ্যটি ইউনিভার্সিটি অফ ওমাহা’র একটি ট্রাফিক ক্যামেরার। এক রাস্তার দৃশ্য এখানে দেখা যাচ্ছে।

গুগলে সার্চ না করে এক জায়গাতেই অনেকগুলো ক্যামেরার লিংক পাওয়া যাবে। এরকম একটি সাইট হল ওপেনটোপিয়া । এখানে বিভিন্ন দেশের দৃশ্য দেখতে পারবেন।

যেমনঃ
স্লোভেনিয়ার একটি রাস্তা

ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটি রাস্তা

ফ্রান্সের একটি প্রাসাদ

রাশিয়র একটি রাস্তা

কিছু কিছু ক্যামেরাকে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। ডানে বামে ঘোরানোসহ জুম করা বা এধরণের প্রাথমিক কিছু কাজ আপনি আপনার ডেস্কটপ থেকে করতে পারবেন। সব ক্যামেরাতে এই সুযোগ অবশ্য নেই। উপরে দেয়া ক্যামেরাগুলোতে এরকম কোন পদ্ধতি নেই। কিন্তু সনির ক্যামেরাগুলোতে এই সুবিধাটুকু দেয়া আছে। সনির এই ক্যামেরাগুলো পেতে চাইলে গুগলে inurl:home/homeS.html লিখে সার্চ করুন। তাহলে যে লিংক পাবেন সেখানে কন্ট্রোল সেকশনে গিয়ে ক্যামেরাকে নড়াচাড়া করতে পারবেন।

যেমন:ফিনল্যান্ডের একটি বন্দরের জেটি

অবশ্য কয়েক রকমের আক্সিস ব্র্যান্ডের ক্যামেরাকেও নিজের ইচ্ছেমতো কন্ট্রোল করা যায়।

যেমন: ইংল্যান্ডের একটি রাস্তার দৃশ্য

আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ভবনের ক্যামেরা রয়েছে এই লিংকে

রাগীব হাসানের ব্লগ থেকে।

 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger