কয়েকটি অসাধারণ টেমপ্লেট ০১

ব্লগারে (Blogger.com) যারা ব্লগ করেন, তারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে এর নান্দনিক সৌন্দর্য পরিবর্তনযোগ্য। কিভাবে এর নান্দনিক সৌন্দর্য পরিবর্তন করতে হয় তাও আপনারা জেনেছেন এই পোস্ট থেকে। আমরা ব্লগারের জন্য টেমপ্লেট (Template) সরবরাহকারী বেশ কয়েকটি ওয়েব সাইটের নাম জেনেছি। এত বিশাল তালিকা থেকে প্রয়োজনীয় টেমপ্লেট খুজে বের করা (Search) সত্যিই বেশ কষ্টকর। এই বিশাল টেমপ্লেট এর জগত থেকে সঠিক ও কার্যকরী টেমপ্লেট বাছাই করাও কম দুঃসাধ্য নয়। এজন্য আজ আপনাদের সামনে কয়েকটি বাছাই করা টেমপ্লেট নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা টেমপ্লেট নিজস্ব কিছু বৈশিষ্ট্য বহন করে। এছাড়া প্রত্যেকটি টেমপ্লেট তৈরি করেছেন প্রখ্যাত ডিজাইনাররা। তাই আপনার মনের দরজায় টেমপ্লেটগুলো টোকা মারতে পারবে এই আশাবাদ আমি প্রকাশ করতেই পারি। বিখ্যাত কয়েকটি সাইটের প্রতিটি থেকে দুটি করে টেমপ্লেট আজ আমি উপস্থাপন করছি। এখানে উল্লেখ্য যে এই টেমপ্লেটগুলো সব নতুন ব্লগারের জন্য তৈরি হয়েছে। পুরনো ক্লাসিক ব্লগারে এই টেমপ্লেটগুলো কাজ করবে না।

প্রথমে আলোচনা করি বি-টেমপ্লেটস সাইটের তৈরি করা দুটি টেমপ্লেট নিয়ে।
Forte #
প্রথম টেমপ্লেটটির নাম Forte। তিনকলাম (Three Column) যুক্ত এই টেমপ্লেটের সাইডবার ডানপাশে। ডানপাশের সর্বপ্রথমে রয়েছে ট্যাব নেভিগেশনের (Tab Navigation) ব্যবস্থা। এছাড়া ইমেজ ফাইল (Image) দিয়ে বিজ্ঞাপন (Advertise) প্রকাশ করার সুবিধা রয়েছে।

সাইডবারের ট্যাবনেভিগেশনটি এক কলামের হলেও তার ঠিক নিচে রয়েছে দুটি কলাম (Column)। পোস্টের (Post) নিচে রয়েছে দুটি অতিরিক্তি কলাম। আর একেবারে ফুটারে (Footer)রয়েছে দুই সারিতে মোট ছয়টি কলাম। এই ধরণের বহু কলামের টেমপ্লেটকে কার্যকরিভাবে খুব কম ব্লগার ব্যবহার করতে পারে। হয়তো অনেকের ব্লগ উপাদান (Blog Content) বেশ সমৃদ্ধ। তাকে একটি ব্লগ দিয়ে অনেক কিছু চালাতে হয়। বিশেষ করে কোন সংগঠনের ব্লগের জন্য এই Forte টেমপ্লেটটি বেশ কাজের। এছাড়াও ম্যাগাজিন (Magazine) বা পত্রিকা (News Paper) প্রকাশের জন্য এই টেমপ্লেটটি খুবই উপযোগী।
প্রিভিউ দেখুন এখানে
ডাউনলোড করুন

Facebooked #
বিখ্যাত সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুকের (Facebook) হোমপেজের আদলে তৈরি করা এই টেমপ্লেটটি বেশ দ্রুত লোড হয়।
তিনকলামের এই টেমপ্লেটের সাইডবার রয়েছে বামপাশে। দুটো সাইডবার নিয়ে গাঢ় নীল রঙের থিম দিয়ে সাজানো হয়েছে এই টেমপ্লেটটি। মূল পেজ পাতার ব্যবগ্রাউন্ড সাদা রঙের। হেডার (Header) হিসেবে কোন ইমেজ ফাইল ব্যবহার করা হয় নাই। ফলে কম স্পিডের ইন্টারনেট যাদের রয়েছে, তারা এই টেমপ্লেট দিয়ে সাজানো ব্লগকে দ্রুত ওপেন করতে পারবেন।
প্রিভিউ দেখুন এখানে
ডাউনলোড করুন


charmskins এর তৈরি দুটো বিখ্যাত ব্লগ টেমপ্লেট।
ফ্রি টেক টেমপ্লেট #
Free Teche Template: এই টেমপ্লেটের অন্যতম বৈশিষ্ট্য হলো এর রূপালী রঙের (Silver color) হেডার। চকচকে রঙের হেডারটির কারণে টেমপ্লেটটির সৌন্দর্য বেড়ে গেছে কয়েকগুণ।

মোট কলাম তিনটি (Three column template)। সাইডবার (Sidebar) রয়েছে ডানপাশে। উপরে একটি প্রশস্ত সাইডবার। তার নিচে দুটো সরু সাইডবার ও বামপাশে প্রধান লেখার পাতা (Post page) রয়েছে।
আরও বর্ণনা রয়েছে এখানে
ডাউনলোড করুন

Adsense Tech Blogger #
এডসেন্স টেক ব্লগার থিমটি বেশ বিখ্যাত। গাঢ় রঙের হেডার ও মূল কনটেন্টের চারপাশে গাঢ় কাল বর্ডার টেমপ্লেটটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে।

এটাও তিন কলামের টেমপ্লেট। ডানপাশে রয়েছে সাইডবার।
উপরে একটি প্রশস্ত কলাম ও তার ঠিক নিচে রয়েছে দুটো সরু কলাম।
এই টেমপ্লেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এর হেডার। হেডারের ডানপাশে একটি 468×60 সাইজের বক্স রয়েছে। যেখানে আপনি ইচ্ছে করলে ঠিক সাইজের একটি এডসেন্স কোড (Adsense code) স্থাপন করতে পারেন।
টেমপ্লেট ফাইলটি টেক্সট ফাইল (Text File) হিসেবে রয়েছে। ফলে এটা ইনস্টল করা (Install) খুব সহজ। এই পদ্ধতিতে টেমপ্লেটের HTML edit অংশে গিয়ে কোডপেজের সবগুলো ফাইল মুছে (Delete) ফেলতে হবে। এরপর উন্মোচন করা টেক্সট ফাইলের সব সিলেক্ট (Select all) করে কপি (Copy) করে নিয়ে পেস্ট (paste) করতে হবে। তারপর প্রিভিউ দেখে নিন এবং শেষে সেভ করুন।
বিস্তারিত তথ্য দেখুন এখানে
ডাউনলোড করুন

Template panic
The Traveler #
ট্রাভেলার নামক টেমপ্লেটটি খুব সহজ সরল। সিম্পল ডিজাইনে আকর্ষণীয় করে তোলা হয়েছে।

দুই কলামের এই টেমপ্লেটের ডানপাশে রয়েছে সাইডবার। মাত্র একটি সাইডবার। কিন্তু তা শুরু হয়েছে একেবারে হেডার বরাবর থেকে। ফলে একটু বেশি সংখ্যক উইজেট আপনি সাইডবারে অনায়াসে স্থাপন করতে পারবেন।
ডাউনলোড করুন

Green Blue #
গ্রীন ব্লু নামক এই টেমপ্লেটটি তিন কলামের। এর মূল পোস্ট পেজের দু'ধারে দুটি কলাম লম্বালম্বি রয়েছে। হেডারের ঠিক নিচে যেখানে সবুজ রঙের সরু মার্জিন (Margin) রয়েছে সেখানে উইজেট স্থাপন করার সুবিধা রয়েছে। ফলে সেখানে আপনি অনায়াসে গুগল এডসেন্স (Google Adsense) স্থাপন করতে পারবেন।

দুপাশে দুটো লম্বালম্বি কলাম থাকার কারণে টেমপ্লেটটির মধ্যে একটি প্রফেশনাল আউটলুক (Professional Outlook) তৈরি হয়েছে।

ডাউনলোড করুন
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger