<div style="background: #f4f4f4;"> এখানে আপনার টেক্সট লিখুন</div>
কোডটি স্থাপন করার পর যেমন দেখাবে:
এখানে আপনার টেক্সট লিখুন
এখানে ব্যাকগ্রাউন্ড রঙটি হল f4f4f4 । এই রঙটি হল HEX Code, এই কোডটি পরিবর্তন করে নিজের মনমতো যে কোন রঙ ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে ব্যবহার করতে পারেন। পছন্দের রঙ খুঁজে নিন এই পোস্ট থেকে।
আপনারা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ডের রঙ এর পরিবর্তে কোন ছবিকেও স্থাপন করতে পারেন। এর কোড হল
<div style="background:url(http://i42.tinypic.com/2jd1hcm.jpg) repeat;"> এখানে আপনার প্রয়োজনীয় টেক্সট লিখুন</div>
কোডটি স্থাপন করার পর যেমন দেখাবে
এখানে আপনার প্রয়োজনীয় টেক্সট লিখুন
এই কোডটি স্থাপন করার সময় খেয়াল রাখতে হবে যে, লেখাটির ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ছবিটি ব্যবহার করবেন সেটা যদি বড় আকারের হয় তাহলে repeat শব্দটির বদলে no-repeat লিখতে হবে। আমি ছোট্ট একটি ছবি ব্যবহার করেছি বলে সেটাকে বারবার দেখাতে চেয়েছি। তাই repeat শব্দটি লিখেছি। যদি একবার দেখাতে চাইতাম, তাহলে no-repeat লিখতাম।
 

 
 
 
 
 

 Hello, I am Aero River. Like to do web tweaking. :)
 Hello, I am Aero River. Like to do web tweaking. :)

