ব্লগারের পোস্ট পাতার রঙ পরিবর্তন করুন

সাধারণত ব্লগে কোন পোস্ট লিখলে তার ব্যাকগ্রাউন্ড রঙ থাকে সাদা। অবশ্য যদি টেমপ্লেটের ডিজাইনে আলাদা কিছু থাকে তাহলে তা আলাদা কথা। যা হোক এই সাদা রঙটাতো সবকটা পোস্টের ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। কিন্তু আমরা ইচ্ছে করলে কোন নির্দিষ্ট পোস্টের কিংবা বিশেষ দিনের, বা বিশেষ ঘটনা নিয়ে দেয়া পোস্টের ব্যাকগ্রাউন্ড রঙটি নিজের মনমতো করে পরিবর্তন করতে পারি। এজন্য খুব সহজ ও ছোট একটি কোড ব্যবহার করতে হবে।
<div style="background: #f4f4f4;"> এখানে আপনার টেক্সট লিখুন</div>
কোডটি স্থাপন করার পর যেমন দেখাবে:
এখানে আপনার টেক্সট লিখুন

এখানে ব্যাকগ্রাউন্ড রঙটি হল f4f4f4 । এই রঙটি হল HEX Code, এই কোডটি পরিবর্তন করে নিজের মনমতো যে কোন রঙ ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে ব্যবহার করতে পারেন। পছন্দের রঙ খুঁজে নিন এই পোস্ট থেকে।

আপনারা ইচ্ছে করলে ব্যাকগ্রাউন্ডের রঙ এর পরিবর্তে কোন ছবিকেও স্থাপন করতে পারেন। এর কোড হল
<div style="background:url(http://i42.tinypic.com/2jd1hcm.jpg) repeat;"> এখানে আপনার প্রয়োজনীয় টেক্সট লিখুন</div>

কোডটি স্থাপন করার পর যেমন দেখাবে
এখানে আপনার প্রয়োজনীয় টেক্সট লিখুন
এই কোডটি স্থাপন করার সময় খেয়াল রাখতে হবে যে, লেখাটির ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ছবিটি ব্যবহার করবেন সেটা যদি বড় আকারের হয় তাহলে repeat শব্দটির বদলে no-repeat লিখতে হবে। আমি ছোট্ট একটি ছবি ব্যবহার করেছি বলে সেটাকে বারবার দেখাতে চেয়েছি। তাই repeat শব্দটি লিখেছি। যদি একবার দেখাতে চাইতাম, তাহলে no-repeat লিখতাম।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger