এভাবে কপি করা ডাটা জমা হয় Clipboard এ। এই Clipboard এর Data দেখা যায় ছোট একটা সফটওয়ার দিয়ে। Javascript gchq A.S.P. এর মাধ্যমে তৈরি করা ছোট একটা কোড দিয়ে আপনার Copy করা ডাটা Online থেকেই দেখা যেতে পারে।
নিজেই পরীক্ষা করুন:
- Ctrl+C করে কোন টেক্সট কপি করুন
- এই লিঙ্কএ ভিজিট করুন - View this link
- আপনার Copy করা টেক্স উপরের Box-এ দেখা যাচ্ছে।
এইটা সম্ভব হয়েছে নিচের কোডটা দিয়ে -
var content = clipboardData. getData("Text");
তাই অনলাইনে Brouwse করার সময় সাবধান থাকুন। বিশেষত password, credit card number, pin ইত্যাদি copy করা থেকে বিরত থাকুন। না হলে যে কেউ Clipboard এ store থাকা আপনার Sensitive Data online থেকে দেখে নিতে পারবে।
এই সমস্যা থেকে মুক্তির জন্য নিচের কাজ করুন।
- Internet Explorer এর Tools menu এর Internet Options এ গিয়ে Security tab এ click করুন।
- Custom Level button এ click করুন।
- Scripting এ গিয়ে দেখবেন ১টা option আছে।
- Allow Programmatic clipboard access
- এখানে Disable এ click করুন
- OK click করুন।
- ক্লিক Apply