নকিয়া ফোন ফরমেটিং

বিভিন্ন কারণে আপনার নোকিয়া (Nokia) ফোনটি ফরম্যাট করার দরকার হতে পারে। বিশেষ করে যদি আপনার ফোনে ভাইরাস আক্রমণ করে এবং কোনক্রমে ভাইরাস আপডেট করতে পারেন, তাহলে ফোনটি ফরম্যাট করার কোন বিকল্প নেই।

*(স্টার) 3 এবং call বাটন
এই ৩টি বাটন কে তিন আঙুলের সাহায্যে একসাথে প্রেস করে ধরে
এ অবস্থায় এবার অন বাটন প্রেস করে মোবাইল টা অন করুন
দেখবেন মোবাইল সেট টি ফরম্যাটিং হতে শুরু করেছে

শুধুমাত্র নকিয়ার সিমবিয়ান (Symbian) সফটওয়ার (Software) যেগুলি মোবাইল ফোনে (Mobile Phone) রয়েছে সেগুলিতে এই কমান্ড কাজ করবে।যেমন- নকিয়া ৬৬০০(6600), ৭৬১০(7610), এন৭০ (N70), এন৭২ (N72) ইত্যাদি।

শুধু সিম্পিয়ান সফটওয়ারের সিরিজ যেমন: ৬০, ভার্সন ৩ যুক্ত ফোনগুলিকে ফরম্যাট করার জন্য সেট অন থাকা অবস্থায় *#৭৩৭০# (*#7370#) প্রেস করতে হবে।
ফরমেট করার পর সেট অটোমেটিক সফটওয়ার (Software) রিইনস্টল করে নিবে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger