ব্লগারে কাজ করতে গিয়ে কখনও কখনও এই ধরণের একটি পেজের মুখোমুখি হতে পারেন। এই bx error রিপোর্টটা কোথায় করবেন তা কিন্তু কোথাও লেখা নেই। অথচ এই রিপোর্ট করার জন্য গুগলের একটি ফরম আছে। গুগল কেন যে লিংকটি দেয় নাই, তা বুঝতে পারিনি। নিচের লিংকে ক্লিক করে সেই ফরমে যান এবং আপনার bx নাম্বারসহ সমস্যাকে রিপোর্ট করুন।এখানে ক্লিক করলে নিচের ফরমের মত পাতা আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আপনার সমস্যাকে গুগলের কাছে রিপোর্ট করুন।


Hello, I am Aero River. Like to do web tweaking. :)

