এমবেডেড কমেন্ট বক্স সমাধান

পোস্টের নিচে কমেন্ট বক্স প্রদর্শনের ডিফল্ট পদ্ধতিটি কোন কোন মডিফাইড টেমপ্লেটে কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে আপনার টেমপ্লেটের html কোডে কিছু পরিবর্তন আনতে হবে।

Blogger.com অথবা Draft.blogger এ লগইন করে সরাসরি Layout পেজে চলে যান। এখানে Edit html সেকশনে যান। html এ কোনরকম পরিবর্তন আনার পূর্বে প্রথমেই আপনার বর্তমান টেমপ্লেটটি ডাউনলোড (Download) করে নিতে হবে। কোনরকম সমস্যা হলে আবারও এই টেমপ্লেটটি রেসটোর করে নিতে পারবেন। এজন্য উপরের ছবির মত পেজে Download Full Template লিংকে ক্লিক করে আপনার বর্তমান টেমপ্লেটটি ডাউনলোড (Download) করে নিন। এবার নিচের html বক্সে নিম্নোক্ত কোডগুলি পরিবর্তন করে দিন।


নিচের কোডগুলোকে খুঁজে বের করুন। বিশাল html code থেকে নির্দিষ্ট কোড খুঁজে পাওয়া আসলে খুব সহজ। Cntrl+F Button press করুন। Find বক্সে কোডটি টাইপ করুন বা কপি (Copy) করে পেস্ট (Paste) করুন। মুহূর্তেই নির্দিষ্ট লাইনে চলে যাবেন।

<p class='comment-footer'>
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'><data:postCommentMsg/></a>
</p>
উপরের কোডটি সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটি রিপ্লেস করুন।

<p class='comment-footer'>
<b:if cond='data:post.embedCommentForm'><b:include data='post' name='comment-form'/>
<b:else/><b:if cond='data:post.allowComments'>
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'><data:postCommentMsg/></a>
</b:if></b:if>
</p>
এবার সেভ (Save) করুন।
আপনার ব্লগ ভিউ (Blog View) করুন। এবার কমেন্ট বক্স (Comment Box) এমবেডেড (Embedded) হয়ে গেছে।

সমাধানটি নেয়া হয়েছে
findcheapworld.com থেকে।

 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger