Blogger.com অথবা Draft.blogger এ লগইন করে সরাসরি Layout পেজে চলে যান। এখানে Edit html সেকশনে যান। html এ কোনরকম পরিবর্তন আনার পূর্বে প্রথমেই আপনার বর্তমান টেমপ্লেটটি ডাউনলোড (Download) করে নিতে হবে। কোনরকম সমস্যা হলে আবারও এই টেমপ্লেটটি রেসটোর করে নিতে পারবেন। এজন্য উপরের ছবির মত পেজে Download Full Template লিংকে ক্লিক করে আপনার বর্তমান টেমপ্লেটটি ডাউনলোড (Download) করে নিন। এবার নিচের html বক্সে নিম্নোক্ত কোডগুলি পরিবর্তন করে দিন।
নিচের কোডগুলোকে খুঁজে বের করুন। বিশাল html code থেকে নির্দিষ্ট কোড খুঁজে পাওয়া আসলে খুব সহজ। Cntrl+F Button press করুন। Find বক্সে কোডটি টাইপ করুন বা কপি (Copy) করে পেস্ট (Paste) করুন। মুহূর্তেই নির্দিষ্ট লাইনে চলে যাবেন।
<p class='comment-footer'>উপরের কোডটি সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটি রিপ্লেস করুন।
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'><data:postCommentMsg/></a>
</p>
<p class='comment-footer'>এবার সেভ (Save) করুন।
<b:if cond='data:post.embedCommentForm'><b:include data='post' name='comment-form'/>
<b:else/><b:if cond='data:post.allowComments'>
<a expr:href='data:post.addCommentUrl' expr:onclick='data:post.addCommentOnclick'><data:postCommentMsg/></a>
</b:if></b:if>
</p>
আপনার ব্লগ ভিউ (Blog View) করুন। এবার কমেন্ট বক্স (Comment Box) এমবেডেড (Embedded) হয়ে গেছে।
সমাধানটি নেয়া হয়েছে findcheapworld.com থেকে।