ওয়ার্ডপ্রেসে লিংকলিস্ট তৈরি করুন

ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি ব্লগরোল (Blogroll) হিসেবে বিভিন্ন ধরণের লিংক (Link) এর একটি তালিকা (List) তৈরি করতে পারেন অতি সহজে। লগইন (Login) অবস্থায় লিখুন বাটনে ক্লিক করলে তিন রকম অপশন দেখা যায়। * পোস্ট * Page * Link, এদের মধ্যে Link বাটনে ক্লিক করলে নিচের ছবির মতো নতুন অংশ দেখা যায়।




এখানে নাম, Web Address, বিবরণ ইত্যাদি দিন। ওয়েব ঠিকানা লেখা সময় অবশ্যই মনে করে ঠিকানার পূর্বে "http://" লিখতে ভুলবেন না।

এরপর ক্যাটাগরি (Category) অংশে যদি আপনি নতুন কোন ক্যাটাগরি তৈরি করতে চান, যেমন সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি ইত্যাদি, তাহলে তা তৈরি করুন। ডিফল্ট হিসেবে Blogrool ক্যাটাগরিতে আপনার দেয়া নতুন লিংকটি অন্তর্ভূক্ত হয়ে যাবে।



এছাড়াও Advanced Options অংশে আপনি লিংকটাকে আলাদা ওয়েব পেজে নাকি বর্তমান ওয়েব পেজে খুলতে চান, লিংকটির মালিক সম্পর্কে কিছু তথ্য, যেমন তার নাম, পরিচয়, শারীরিক বৈশিষ্ট্য, পেশা, ইত্যাদি লিখে দিতে পারেন। কোন ছবি দিতে চাইলে তাও দিতে পারবেন একেবারে সর্বনিচের উন্নততর লেখা জায়গাতে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger