Wanda একটি ছোট্ট সুন্দর সোনালী মাছঃ
ছোট্ট আকারের সোনালী রঙেরএই মাছটিকে আপনার সমস্ত ডেস্কটপ জুড়ে সাঁতরে বেড়াবার সুযোগ দেয়ার জন্য নিচের ছোট্ট কাজটুকু করুন।
Alt+F2খুলে যাওয়া কমান্ড বক্সে লিখুন
free the fishএবং এন্টার দিন। একটি ছোট্ট সুন্দর মাছ নিজের মনে আপনার সমস্ত ডেস্কটপ দিয়ে সাঁতরে বেড়াবে। মাছটির উপরে মাউস ক্লিক ভয় দেখাতে যাবেন না। তাহলে অপেক্ষাকৃত কাছের ডেস্কটপ সাইড (ডান অথবা বাম) দিয়ে মাছটি দ্রুত সাঁতরে পালিয়ে যাবে। মাছটিকে নিজের মনের মতো করে সাঁতরে বেড়াতে দিন। দেখবেন কিছুক্ষণ পরপর এসে আপনাকের সুন্দর একটি সঙ্গ দিয়ে যাবে।
এই সুন্দর মাছটিকে টার্মিনালে কমান্ড দিয়েও লুকানো জায়গা থেকে বাইরে নিয়ে আসা যায়।
টার্মিনালে লিখুন
sudo apt-get free the fishএবং এন্টার চাপুন। মাছটি আর লুকিয়ে থাকবে না। আপনার সামনে এসে খেলা করতে থাকবে।
গরু ডাকে হাম্বাঃ
না আপনার উবুন্টু হাম্বা হাম্বা রবে ডাকতে শুরু করে দিবে না। কিন্তু হাম্বাস্বরে ডাকে এমন একটি গরুকে আমরা টার্মিনালে নিয়ে আসতে পারবো। টার্মিনালে লিখুন
apt-get mooএবং এন্টার দিন। একটি শিংওয়ালা বড় গরু সামনে এসে প্রশ্ন করবে "Have you mooed today?"
গরু আর মাছের মারামারিঃ
Alt+F2 চেপে খুলে যাও কমান্ড বক্সে নিচের কমান্ডটি দিন আর দেখুন বড় বড় শিংওয়ালা গরুগুলো এসে কিভাবে আপনার পোষা ছোট্ট মাছটিকে আক্রমণ করে।
gegls from outer spaceআপনি এ্যারো কি দিয়ে ডানে বামে সরিয়ে এবং স্পেস বোতাম চেপে পাল্টা আক্রমণ চালাতে পারবেন।
তাড়াতাড়ি ও সাবধানে খেলবেন, না হলে কিন্তু মাছটি মারা যেতে পারে।
উবুন্টু যে কতটা মজাদার একটি অপারেটিং সিস্টেম, তা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন।