ওপেন অফিসের ইস্টার এগ

ওপেন অফিস প্যাকেজটিতে বেশ কয়েকটি ইস্টার এগ লুকিয়ে আছে। আজ আমরা এই ইস্টার এগগুলোকে বন্দীদশা থেকে মুক্ত করবো।

# ওপেন অফিস প্যাকেজের প্রোগ্রামগুলির সবকটাতে যে ইস্টার এগটি লুকিয়ে আছে তা হলো:-
Help > About চাপুন এখানে Shift চেপে ধরে SDT লিখুন। SDT অর্থ Star Division Team
একটি নামের তালিকা ধীরে ধীরে উপরে উঠে যেতে থাকবে। সাধারণভাবে এটা স্থির থাকে। আর নামগুলোও দেখা যায় না।স্টার ডেভেলপমেন্ট টিম# এই ইস্টার এগ ওপেন অফিস প্যাকেজটির সবকটি প্রোগ্রামেই দেখা যাবে।

ওপেন অফিসের রাইটার প্রোগ্রামটিতে দুইটা ইস্টার এগ আছেঃ
যে কোন একটি নতুন পাতা নিয়ে তাতে লিখুন StarWriterTeam এবং F3 চাপুন। একটি ছবি দেখা যাবে।স্টার রাইটার টিমস্টার অফিসের রাইটার টিম এনারাই। এঁদের পরিশ্রমের ফলস ওপেন অফিসের রাইটার প্রোগ্রামটি।

# এবার একই পেজের নিচের লাইনে লিখুন GoOOTeam এবং F3 চাপুন।Gooo.org টিমমাইক্রোসফটের ফাইলগুলো ওপেন অফিস পড়তে পারে এই টিমের কারণেই।

# ওপেন অফিসের ক্যাল্ক (উবুন্টুতে স্প্রেডশীট, এক্সেলের মতো) প্রোগ্রামটিতে বেশ কয়েকটি ইস্টার এগ আছেঃ
একটি নতুন শীট নিয়ে এর প্রথম সেলটিতে বা সূত্র লেখার ঘরে লিখুন =STARCALCTEAM()
ওপেন অফিস ক্যাল্ক টিম
ওপেন অফিস ক্যাল্ক টিমের হাস্যোজ্জ্বল ছবি আপনার সামনে ভেসে উঠবে।

# বড় বড় চার্ট ও বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাজ করতে করতে যখন মাথা গরম হয়ে যায়, তখন একটু গেম খেলতে পেলে মন্দ হয় না। তাই না? ঠিক এই জন্য ওপেন অফিসের ক্যাল্ক (উবুন্টুতে স্প্রেডশীট,) প্রোগ্রামটিতে একটি গেম লুকিয়ে আছে। এই গেমটির নাম স্টারওয়ার গেম।
ওপেন অফিসে স্টারওয়ারস গেম খেলুন

স্প্রেডশীটস খুলে নতুন পৃষ্টাটির সূত্র'র ঘরে নিচের কমান্ডটি লিখে দিয়ে এন্টার দিন।
=GAME("StarWars")
স্টারওয়ার গেমস চালু হয়ে যাবে। হেরে গেলে কিন্তু আবার খেলতে পারবেন না। তখন একই কমান্ড প্রয়োগ করলে বলবে "oh no, not again"

আবার খেলতে চাইলে ওপেন অফিস নতুন করে চালু করতে হবে।

# আবার একটি নতুন শীট নিয়ে লিখুন =GAME("Froggie")
সূত্র গণনা করে ফলাফল দেখাবে Froggie

# টেক্সটভিত্তিক Tic Tac Toe খেলতে চাইলে ক্যাল্ক প্রোগ্রামের নতুন শীটের প্রথম সেলটিতে লিখুন =GAME(A2:C4;"TicTacToe")
দেখুন তো এবার জিততে পারেন কি না?

ওপেন অফিসের আরও কিছু ইস্টার এগের খবর জানতে ভিজিট করুন http://wiki.services.openoffice.org/wiki/Easter_Eggs
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger