# ওপেন অফিস প্যাকেজের প্রোগ্রামগুলির সবকটাতে যে ইস্টার এগটি লুকিয়ে আছে তা হলো:-
Help > About চাপুন এখানে Shift চেপে ধরে SDT লিখুন। SDT অর্থ Star Division Team
একটি নামের তালিকা ধীরে ধীরে উপরে উঠে যেতে থাকবে। সাধারণভাবে এটা স্থির থাকে। আর নামগুলোও দেখা যায় না।
 # এই ইস্টার এগ ওপেন অফিস প্যাকেজটির সবকটি প্রোগ্রামেই দেখা যাবে।
# এই ইস্টার এগ ওপেন অফিস প্যাকেজটির সবকটি প্রোগ্রামেই দেখা যাবে।ওপেন অফিসের রাইটার প্রোগ্রামটিতে দুইটা ইস্টার এগ আছেঃ
যে কোন একটি নতুন পাতা নিয়ে তাতে লিখুন StarWriterTeam এবং F3 চাপুন। একটি ছবি দেখা যাবে।
 স্টার অফিসের রাইটার টিম এনারাই। এঁদের পরিশ্রমের ফলস ওপেন অফিসের রাইটার প্রোগ্রামটি।
স্টার অফিসের রাইটার টিম এনারাই। এঁদের পরিশ্রমের ফলস ওপেন অফিসের রাইটার প্রোগ্রামটি।# এবার একই পেজের নিচের লাইনে লিখুন GoOOTeam এবং F3 চাপুন।
 মাইক্রোসফটের ফাইলগুলো ওপেন অফিস পড়তে পারে এই টিমের কারণেই।
মাইক্রোসফটের ফাইলগুলো ওপেন অফিস পড়তে পারে এই টিমের কারণেই।# ওপেন অফিসের ক্যাল্ক (উবুন্টুতে স্প্রেডশীট, এক্সেলের মতো) প্রোগ্রামটিতে বেশ কয়েকটি ইস্টার এগ আছেঃ
একটি নতুন শীট নিয়ে এর প্রথম সেলটিতে বা সূত্র লেখার ঘরে লিখুন =STARCALCTEAM()

ওপেন অফিস ক্যাল্ক টিমের হাস্যোজ্জ্বল ছবি আপনার সামনে ভেসে উঠবে।
# বড় বড় চার্ট ও বিভিন্ন পরিসংখ্যান নিয়ে কাজ করতে করতে যখন মাথা গরম হয়ে যায়, তখন একটু গেম খেলতে পেলে মন্দ হয় না। তাই না? ঠিক এই জন্য ওপেন অফিসের ক্যাল্ক (উবুন্টুতে স্প্রেডশীট,) প্রোগ্রামটিতে একটি গেম লুকিয়ে আছে। এই গেমটির নাম স্টারওয়ার গেম।

স্প্রেডশীটস খুলে নতুন পৃষ্টাটির সূত্র'র ঘরে নিচের কমান্ডটি লিখে দিয়ে এন্টার দিন।
=GAME("StarWars")
স্টারওয়ার গেমস চালু হয়ে যাবে। হেরে গেলে কিন্তু আবার খেলতে পারবেন না। তখন একই কমান্ড প্রয়োগ করলে বলবে "oh no, not again"
আবার খেলতে চাইলে ওপেন অফিস নতুন করে চালু করতে হবে।
# আবার একটি নতুন শীট নিয়ে লিখুন =GAME("Froggie")
সূত্র গণনা করে ফলাফল দেখাবে Froggie
# টেক্সটভিত্তিক Tic Tac Toe খেলতে চাইলে ক্যাল্ক প্রোগ্রামের নতুন শীটের প্রথম সেলটিতে লিখুন =GAME(A2:C4;"TicTacToe")
দেখুন তো এবার জিততে পারেন কি না?
ওপেন অফিসের আরও কিছু ইস্টার এগের খবর জানতে ভিজিট করুন http://wiki.services.openoffice.org/wiki/Easter_Eggs
 

 
 
 
 
 

 Hello, I am Aero River. Like to do web tweaking. :)
 Hello, I am Aero River. Like to do web tweaking. :)

