আমি অভ্রকে সমর্থন করি

বাংলা লেখার জনপ্রিয় সফটওয়ার 'অভ্র'কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমি দ্ব্যর্থহীন চিত্তে অভ্র'র পক্ষ অবলম্বন করছি। অভ্র না হলে আমার ব্লগিং করা হতো না। আমি যদিও অভ্র কীবোর্ড পদ্ধতিতে বাংলা লিখিনা। আমি লিখি ইউনিজয় পদ্ধতিতে। অার এই ইউনিজয় কীবোর্ড নিয়েই মোস্তফা জব্বার লড়াই করতে চাচ্ছেন তরুণ প্রোগ্রামার মেহদী হাসানের সাথে। কি হাস্যকর তার যুক্তিগুলো। মোস্তফা জব্বার প্রযুক্তি বিষয়ে কতটা অন্ধ কিংবা ব্যবসায়ী মনোবৃত্তির তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি আগ্রহীদেরকে "http://saveavro.wordpress.com" ব্লগটি এবং রণদীপম বসুর "বিজয় বনাম অভ্র বিতর্ক, ভাষা উন্মুক্তির লক্ষ্যটাই নির্ধারণ করে দিলো.." পোস্টটি পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি।

এই প্রসঙ্গে জানাই যে, আমি অভ্র'র প্রতি আমার সম্পূর্ণ সমর্থন প্রকাশ করছি।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger