বাংলা লেখার জনপ্রিয় সফটওয়ার 'অভ্র'কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।  আমি দ্ব্যর্থহীন চিত্তে অভ্র'র পক্ষ অবলম্বন করছি। অভ্র না হলে আমার ব্লগিং  করা হতো না। আমি যদিও অভ্র কীবোর্ড পদ্ধতিতে বাংলা লিখিনা। আমি লিখি  ইউনিজয় পদ্ধতিতে। অার এই ইউনিজয় কীবোর্ড নিয়েই মোস্তফা জব্বার লড়াই করতে  চাচ্ছেন তরুণ প্রোগ্রামার মেহদী হাসানের সাথে। কি হাস্যকর তার যুক্তিগুলো।  মোস্তফা জব্বার প্রযুক্তি বিষয়ে কতটা অন্ধ কিংবা ব্যবসায়ী মনোবৃত্তির তা আর  নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি আগ্রহীদেরকে "http://saveavro.wordpress.com"  ব্লগটি এবং রণদীপম বসুর "বিজয় বনাম  অভ্র বিতর্ক, ভাষা উন্মুক্তির লক্ষ্যটাই নির্ধারণ করে দিলো.."  পোস্টটি  পড়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
এই প্রসঙ্গে জানাই যে, আমি অভ্র'র প্রতি আমার সম্পূর্ণ সমর্থন প্রকাশ করছি।
 

 
 
 
 
 

 Hello, I am Aero River. Like to do web tweaking. :)
 Hello, I am Aero River. Like to do web tweaking. :)

