আরও উন্নত "রিলেটেড পোস্ট" (Related Posts) গেজেট

updated smartest related posts gadgetগতকালকে প্রকাশিত একটি সহজ "রিলেটেড পোস্ট" (Related Posts) গেজেটটি অনেকের পছন্দ হয়েছে। সম্মানিত পাঠকদের মধ্যে কেউ কেউ এটাকে নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে চাচ্ছেন। তাদের জন্য আজকে গতকালকের রিলেটেড পোস্ট গেজেটের একটি আপডেটেড কোড প্রকাশ করছি।

সুবিধাসমূহঃ
  1. Related Posts লেখাটি পাল্টানো যাবে।
  2. Loading লেখাটি পাল্টানো যাবে।
  3. রিলেটেড পোস্টের সংখ্যা কমানো বাড়ানো যাবে।
  4. সাম্প্রতিক পোস্ট গেজেট হিসেবে ব্যবহার করা যাবে।
  5. অন্য ব্লগ থেকেও পোস্ট দেখানো যাবে।
তাহলে আসুন কোডটি জেনে নিই।
  • যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
  • Layout > Edit HTML অংশে যান।
  • একটি HTML/ Javascript গেজেটে নিচের কোডগুলি স্থাপন করুন।
  • <script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"></script>
    <script src="http://blogger-related-posts.googlecode.com/files/related-posts-widget-1.0.js" type="text/javascript"></script>
    <script type="text/javascript">
    relatedPostsWidget({
    'containerSelector':'div.post-body'
    ,'relatedTitle':'Related Posts:'
    ,'recentTitle':'Recent Posts:'
    ,'loadingText':'loading...'
    ,'maxPosts':'5'
    ,'blogURL':'http://another_blog.com'
    });</script>
  • সেভ করুন।
  • ব্যাস হয়ে গেল। আসুন এবার পছন্দমতো কাস্টমাইজ করি।
কাস্টমাইজ করাঃ
  • Related Posts লেখাটি পাল্টে ফেলুন।
  • loading... লেখাটি পাল্টে ফেলুন।
  • Recent Posts লেখা লাল রঙের লাইনটি একটি বিশেষ লাইন। যদি এই গেজেটটিকে সাম্প্রতিক পোস্ট গেজেট হিসেবে দেখাতে চান, তাহলে Related Posts লেখা লাইনটি সম্পূর্ণ মুছে ফেলুন। আর গেজেটটিকে সাইডবারে স্থাপন করুন। সেক্ষেত্রে Recent Posts লেখাটি পাল্টে দিন।
  • ,'maxPosts':'5' এ পাঁচ এর পরিবর্তে অন্য সংখ্যা লিখে দিন।
  • যদি রিলেটেড পোস্টগুলোর বদলে অন্য ব্লগের পোস্টসূচী দেখাতে চান, তাহলে ,'blogURL':'http://your-another.blog.com' এই লাইনটি রাখুন। না হলে সম্পূর্ণ লাইনটি মুছে ফেলুন।
আর কোন প্রশ্ন আছে কি? জানাতে দ্বিধা করবেন না কিন্তু।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger