গতকালকে প্রকাশিত একটি সহজ "রিলেটেড পোস্ট" (Related Posts) গেজেটটি অনেকের পছন্দ হয়েছে। সম্মানিত পাঠকদের মধ্যে কেউ কেউ এটাকে নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে চাচ্ছেন। তাদের জন্য আজকে গতকালকের রিলেটেড পোস্ট গেজেটের একটি আপডেটেড কোড প্রকাশ করছি।সুবিধাসমূহঃ
- Related Posts লেখাটি পাল্টানো যাবে।
- Loading লেখাটি পাল্টানো যাবে।
- রিলেটেড পোস্টের সংখ্যা কমানো বাড়ানো যাবে।
- সাম্প্রতিক পোস্ট গেজেট হিসেবে ব্যবহার করা যাবে।
- অন্য ব্লগ থেকেও পোস্ট দেখানো যাবে।
- যথারীতি গুগল আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্লগারের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
- Layout > Edit HTML অংশে যান।
- একটি HTML/ Javascript গেজেটে নিচের কোডগুলি স্থাপন করুন।
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"></script>
<script src="http://blogger-related-posts.googlecode.com/files/related-posts-widget-1.0.js" type="text/javascript"></script>
<script type="text/javascript">
relatedPostsWidget({
'containerSelector':'div.post-body'
,'relatedTitle':'Related Posts:'
,'recentTitle':'Recent Posts:'
,'loadingText':'loading...'
,'maxPosts':'5'
,'blogURL':'http://another_blog.com'
});</script>- সেভ করুন।
- ব্যাস হয়ে গেল। আসুন এবার পছন্দমতো কাস্টমাইজ করি।
- Related Posts লেখাটি পাল্টে ফেলুন।
- loading... লেখাটি পাল্টে ফেলুন।
- Recent Posts লেখা লাল রঙের লাইনটি একটি বিশেষ লাইন। যদি এই গেজেটটিকে সাম্প্রতিক পোস্ট গেজেট হিসেবে দেখাতে চান, তাহলে Related Posts লেখা লাইনটি সম্পূর্ণ মুছে ফেলুন। আর গেজেটটিকে সাইডবারে স্থাপন করুন। সেক্ষেত্রে Recent Posts লেখাটি পাল্টে দিন।
- ,'maxPosts':'5' এ পাঁচ এর পরিবর্তে অন্য সংখ্যা লিখে দিন।
- যদি রিলেটেড পোস্টগুলোর বদলে অন্য ব্লগের পোস্টসূচী দেখাতে চান, তাহলে ,'blogURL':'http://your-another.blog.com' এই লাইনটি রাখুন। না হলে সম্পূর্ণ লাইনটি মুছে ফেলুন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

