একটি সহজ "রিলেটেড পোস্ট" (Related Posts) গেজেট

smartest related posts gadgetগতকালকে পোস্ট করা ব্লগার.কম ব্লগে রিলেটেড বা একইরকম পোস্ট দেখানো গেজেটটি নিয়ে আমার কোন কোন পাঠক একটু সমস্যায় পড়েছেন। তাদের জন্য আজ আমি সবচাইতে সহজ একটি "রিলেটেড পোস্ট" গেজেট প্রকাশ করছি। আশা করি এবার আর কোন সমস্যায় পড়বেন না।
  • ব্লগার.কম এর ড্যাশবোর্ডে প্রবেশ করে Layout >Page elements এ একটি New gadget নিন।
  • এখানে একটি HTML/ Javascript বক্সে নিচের কোডটুকু পেস্ট করে দিন। গেজেটটি সাইডবার বা পোস্টের নিচে বা ফুটার যেখানে খুশি রাখতে পারেন, ঠিকমতো কাজ করবে।
  • <script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"></script> <script src="http://blogger-related-posts.googlecode.com/files/related-posts-widget-1.0.js" type="text/javascript"></script> <script type="text/javascript"> relatedPostsWidget({ 'containerSelector':'div.post-body' ,'loadingText':'Loading Related Posts...' });</script>
  • সেভ করুন।
  • ব্যাস হয়ে গেল।
  • এবার প্রতিটি পোস্টের নিচে ৫টি একই রকম পোস্ট দেখা যাবে।
  • এই রিলেটেড পোস্ট অংশটিকে একটু রঙিন করে তুলতে পারেন। না করলেও কোন অসুবিধা নেই।
  • সেক্ষেত্রে Layout > Edit HTML অংশে গিয়ে ]]></b:skin> এর ঠিক উপরে নিচের কোডটুকু পেস্ট করে দিন।
  • #related-posts{
    margin:4px;
    padding:10px;
    }
    #related-posts h2{
    background: #BDEDFF;
    color: #000000;
    }
    #related-posts ul{
    background: #e0ffff;
    color: #2008AF;
    font-size: 12px;
    }
    #related-posts-loadingtext{
    color:#ff0000;
    }
  • সেভ করুন।
  • এবার দেখুন তো পোস্টের নিচের "রিলেটেড পোস্ট" অংশটুকু কেমন কাজ করছে।
  • এই গেজেটটি আপনাদের জন্য moretechtips থেকে সংগ্রহ করেছি।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger