বাংলা ১৪১৭ সাল সবার জীবনে আনন্দ ও সফলতা বয়ে আনুক এই প্রত্যাশা করি।

এসো বৈশাখ বাংলা মায়ের মাটির ঘরে
মধুমতি নদীর তীরে,
এসো বৈশাখ আমের ডালে পাখির গানে
জারি সারি ভাটির টানে।
কাল বৈশাখীর মাদল বাজে
তোমার পায়ের নূপুর শুনে,
বটের শাখায় হিজল তলে
নতুন আশার জাল বুনে।
কামার-কুমার চাষী ভাইয়ের
সোনার বরণ স্বপ্ন নিয়ে
বসবে তোমার বরণ মেলা
শ্যামলা মায়ের সবুজ বনে।
মধুমতি নদীর তীরে,
এসো বৈশাখ আমের ডালে পাখির গানে
জারি সারি ভাটির টানে।
কাল বৈশাখীর মাদল বাজে
তোমার পায়ের নূপুর শুনে,
বটের শাখায় হিজল তলে
নতুন আশার জাল বুনে।
কামার-কুমার চাষী ভাইয়ের
সোনার বরণ স্বপ্ন নিয়ে
বসবে তোমার বরণ মেলা
শ্যামলা মায়ের সবুজ বনে।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

