ব্লগার ব্লগের জন্য একটি উপকারী টপবার

আমরা এর আগে ব্লগার ব্লগের একেবারে নিচে একটি Wibiya Bottom Bar স্থাপন করেছিলাম। প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে ব্লগের মাথার উপরে একটি টপবার স্থাপন করার উপাদান আবিষ্কার হয়ে গেছে। আজ আমরা ব্লগার.কম ব্লগে একটি টপবার স্থাপন করার খবরটি জানবো। নিচের ছবিটি দেখুন। আপনাদের বোঝার সুবিধার্থে 'বাংলা হ্যাকস' ব্লগের মাথার উপরে একটি টপবার স্থাপন করেছি।apture bog topbar banglahacksএই টপবারটি সাধারণভাবে দেখা যায় না। ব্লগে ভ্রমণকারী ভিজিটর যখন স্ক্রল করে ব্লগের নিচের দিকে যেতে থাকবে, ঠিক তখনই এই বারটি দৃশ্যমান হবে।

সাধারণত ব্লগভ্রমণকারী ব্লগে ভ্রমণকরাকালীন কোন পোস্ট পড়তে পড়তে নিচের দিকে চলে যায়। তখন তিনি আর ব্লগের নাম পড়তে পারেন না। কিংবা যদি শেয়ার করার কোন বাটন ব্লগের উপরের দিকে থাকে, তাহলে সেগুলো তাঁর দৃষ্টির আড়ালে চলে যায়। কিন্তু যদি এই বারটি আপনার ব্লগে লাগানো থাকে, তাহলে পোস্টের নিচের দিকে স্ক্রল করতে করতে চলে গেলেও পাঠকের হাতের নাগালে শেয়ার করার সুবিধাগুলো থাকবে, পাশাপাশি প্রয়োজনীয় তথ্য খোঁজার জন্য একটি সার্চবক্স ভাসমান থাকবে। ফলে পাঠক খুব বেশি বিরক্ত না হয়েই পছন্দের লেখাটি ফেসবুক কিংবা টুইটার এর মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করতে পারবে।

এই প্রয়োজনীয় ওয়েবটুলটি সরবরাহ করছে Apture নামক ওয়েবসাইটটি। সাইটটিতে ভিজিট করলেই একটি কার্যকরী ডেমো দেখতে পারবেন। পাশাপাশি নিজের সাইটের বা ব্লগের জন্য মনের মতো রঙ দিয়ে একটি টপবার তৈরি করেও নিতে পারবেন। তবে প্রয়োজনীয় কোডটুকু নিতে আপনাকে লগইন করতে হবে।
apture topbar configurationউপরের ছবিতে দেখুন। প্রয়োজনীয় ঘরগুলো তথ্য দিয়ে পূরণ করুন। স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য তৈরিকৃত টপবারটির একটি প্রিভিউ দেখা যাবে।

ব্লগারের ব্লগে স্থাপন করার পদ্ধতি খুব সহজ। HTML অংশে স্থাপন করতে পারেন। কিন্তু আপনার ক্ষেত্রে তার কোন দরকার নেই। Apture.com থেকে প্রাপ্ত কোডটুকু যে কোন একটি HTML/ Javascript গেজেটবক্সে স্থাপন করে দিন। ব্যাস হয়ে গেল। যদি মাথার উপর না দেখিয়ে ডানে বামে বারটি দেখা যায়, তাহলে কোড বসানো গেজেটটি ব্লগপোস্ট অংশের নিচে নামিয়ে দিন। এবার মাথার উপরের টপবারটি দেখা যাবে। তবে ব্লগে ভিজিট করে চুপচাপ বসে থাকলে নয়। যখন স্ক্রল করে একটু নিচে নামবেন, তখনই এটা আপনার ব্লগের মাথার উপরে ভেসে উঠবে। ঠিক আছে?

টপবারটি যে সাইট থেকে নিতে হবে তার ঠিকানাঃ http://www.apture.com/
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger