জিমেইলে এবার নেসটেড লেবেল তৈরি করার অপশন চালু করা হলো। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ইমেইলকে নানারকম লেবেল দিয়ে চিহ্নিত করে থাকি। এখন প্রায় একই উৎস থেকে আসা একাধিক ইমেলকে আমরা নেসটেড লেবেল দিয়ে মার্কিং করে রাখতে পারবো।
এতে সুবিধা হলো কোন পুরাতন ইমেইল খোঁজার জন্য খুব বেশি আর কষ্ট করতে হবে না। দু'একটি ক্লিকে নির্দিষ্ট ধরণের বা লেবেল চিহ্নিত ইমেইলগুলোকে পাওয়া যাবে। আলাদা করে সার্চ করতে হবে না।
জিমেইলের অফিসিয়াল ব্লগের ঘোষণায় বলা হয়েছে যে এখন থেকে জিমেইলে নেসটেড লেবেলের এই সুবিধাটা ব্যবহার করা যাবে।
কিভাবে তৈরি করবেন এই নেসটেড লেবেল?
প্রথমেই সেটিংস এ গিয়ে "ল্যাব" পাতায় যান। সেখানে নিচের দিকে Nested labels কে Enable করে দিন।
এবার নতুন লেবেল তৈরি করার অপশনে যান। নতুন লেবেল তৈরি করার সময় একটি শব্দের পর আর একটি শব্দ স্ল্যাস (/) দিয়ে লিখে দিন। যেমন আমি/তুমি/সে এভাবে। তাহলেই তৈরি হয়ে যাবে নেসটেড লেবেল।
তবে এই ফিচারটি এখনও পরীক্ষাধীন আছে। কারও কারও ক্ষেত্রে কাজ নাও করতে পারে। বরং এমন আশঙ্কা করা হচ্ছে যে এই ফিচারটি বাদ দেয়াও হতে পারে। অনেকে এর বদলে ব্লগের লেবেল ক্লাউডের মতো জিমেইলেও লেবেল ক্লাউড ফিচারের দাবী জানিয়েছেন। দেখা যাক ভবিষ্যতে জিমেইল কর্তৃপক্ষ কি করে?