উবুন্টু টুইক করার নতুন সফটওয়ার Ailurus

AilurusAilurus
আমরা "উবুন্টু টুইক" নামক সফটওয়ারটি দিয়ে উবুন্টুর অনেক রকমের ফিচার গ্রাফিকালি টুইক করে থাকি। উবুন্টুর যেসব সুবিধা এক্সপার্টরা টার্মিনালে করে থাকেন, সেইসব সুবিধা অনায়াসে এই 'উবুন্টু টুইক' দিয়ে সহজভাবে করা যায়। ফলে নবীশ ব্যবহারকারীদের কাছে এই এপ্লিকেশনটির জনপ্রিয়তা আকাশচুম্বি।
Ailurus 10.01Aulurus স্ন্যাপশট
এরকমই একটি কাজের সফটওয়ার হল Aulurus, এর মাধ্যমে হেন কাজ নেই, যা নতুন উবুন্টু ব্যবহারকারীরা করতে পারবেন না। আজ এর ১০.০১ ভার্সনটি রিলিজ করা হয়েছে। উবুন্টু ও ফিডোরা লিনাক্সের জন্য তৈরি করা এই প্রোগ্রামটি দিয়ে উবুন্টুর বিভিন্ন রকমের লুকানো সুবিধাকে সহজে ব্যবহার করা যায়।
Ailurus StartingAilurus Starting
এই এপ্লিকেশন দিয়ে যেসব কাজ করা যাবে, তার একটি সংক্ষিপ্ত তালিকা হলঃ
  • অফিসিয়াল রিপোজিটরি থেকে দেয়া হয়না এমন এপ্লিকেশনগুলোকে ইনস্টল বা মুছে ফেলতে পারে
  • আপনার কাছ থেকে নিকটতম অবস্থানে থাকা সবচাইতে দ্রুততর apt repositorie গুলো খুঁজে বের করতে পারে
  • থার্ড পার্টির রিপোজিটরিকে এনাবল/ ডিসাবল করতে পারে
  • কোন কোন এপ্লিকেশন আপনি ইনস্টল ও আনইনস্টল করেছেন, তার তালিকা রাখতে পারে
  • বায়োস, মাদারবোর্ড, সিপিইউ সম্পর্কে তথ্য দিতে পারে
  • ডেস্কটপে হোম ফোল্ডার, কম্পিউটার, ট্রাস, নেটওয়ার্ক আইকন যোগ করতে বা মুছে ফেলতে পারে
  • নটিলাসের থাম্বনেইল ক্যাশকে কনফিগার করতে পারে
  • নটিলাসের কনটেক্সট মেনুকে কনফিগার করতে পারে
  • উইন্ডোর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে
  • GMOME এর অটোমেটিক রান হওয়া এপ্লিকেশনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে
  • GNOME স্প্ল্যাস স্ক্রিণকে বাদ দিতে পারে
  1. ফিডোরার জন্য ডাউনলোড লিংক আর এই কাজের কাজী এপ্লিকেশনটি আরও কি কি করতে পারে, তা জানার জন্য Ailurus এর হোমপেজ অথবা ব্লগ ভিজিট করে দেখতে পারেন
  2. উবুন্টুর ডেব ফাইলের সরাসরি ডাউনলোড লিংক
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger