এরকমই একটি কাজের সফটওয়ার হল Aulurus, এর মাধ্যমে হেন কাজ নেই, যা নতুন উবুন্টু ব্যবহারকারীরা করতে পারবেন না। আজ এর ১০.০১ ভার্সনটি রিলিজ করা হয়েছে। উবুন্টু ও ফিডোরা লিনাক্সের জন্য তৈরি করা এই প্রোগ্রামটি দিয়ে উবুন্টুর বিভিন্ন রকমের লুকানো সুবিধাকে সহজে ব্যবহার করা যায়।
এই এপ্লিকেশন দিয়ে যেসব কাজ করা যাবে, তার একটি সংক্ষিপ্ত তালিকা হলঃ
- অফিসিয়াল রিপোজিটরি থেকে দেয়া হয়না এমন এপ্লিকেশনগুলোকে ইনস্টল বা মুছে ফেলতে পারে।
- আপনার কাছ থেকে নিকটতম অবস্থানে থাকা সবচাইতে দ্রুততর apt repositorie গুলো খুঁজে বের করতে পারে।
- থার্ড পার্টির রিপোজিটরিকে এনাবল/ ডিসাবল করতে পারে।
- কোন কোন এপ্লিকেশন আপনি ইনস্টল ও আনইনস্টল করেছেন, তার তালিকা রাখতে পারে।
- বায়োস, মাদারবোর্ড, সিপিইউ সম্পর্কে তথ্য দিতে পারে।
- ডেস্কটপে হোম ফোল্ডার, কম্পিউটার, ট্রাস, নেটওয়ার্ক আইকন যোগ করতে বা মুছে ফেলতে পারে।
- নটিলাসের থাম্বনেইল ক্যাশকে কনফিগার করতে পারে।
- নটিলাসের কনটেক্সট মেনুকে কনফিগার করতে পারে।
- উইন্ডোর আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে।
- GMOME এর অটোমেটিক রান হওয়া এপ্লিকেশনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে।
- GNOME স্প্ল্যাস স্ক্রিণকে বাদ দিতে পারে।
- ফিডোরার জন্য ডাউনলোড লিংক আর এই কাজের কাজী এপ্লিকেশনটি আরও কি কি করতে পারে, তা জানার জন্য Ailurus এর হোমপেজ অথবা ব্লগ ভিজিট করে দেখতে পারেন।
- উবুন্টুর ডেব ফাইলের সরাসরি ডাউনলোড লিংক