কোন গেজেট না হারিয়ে নিরাপদে Blogspot.com ব্লগের টেমপ্লেট পরিবর্তন করুন

ব্লগারের টেমপ্লেট পরিবর্তন করার পদ্ধতি আমরা আগেই জেনেছি। আমরা এও জানি যে টেমপ্লেট পরিবর্তন করতে গিয়ে কিভাবে গেজেটগুলোকে সেভ করে রাখতে হয়। কিন্তু কখনও কখনও এমন সমস্যা হয় যে, কোন কোন গেজেটের কোড থাকে না ফলে সেগুলো সেভ করে রাখাও যায় না। আবার নতুন করে যে সাইট থেকে কোড নিয়েছেন, সেখান থেকে কোড সংগ্রহ করার প্রয়োজন পরতে পারে। এই সব সমস্যা সমাধানে ব্লগার.কম একটি নতুন ফিচার ব্লগলিখিয়েদের জন্য চালু করেছে। এখন থেকে আপনাকে আলাদাভাবে গেজেটগুলোর কোড সেভ করে রাখার প্রয়োজন আর নেই। যখন টেমপ্লেট সেভ করবেন, তখনই একটি ডায়ালগ আসবে যে আপনি কি আগের টেমপ্লেটের গেজেটগুলো মুছে দিতে চান, নাকি সেগুলো রেখে দিতে চান।
changing template is safe now
উপরের ছবি দেখুন। একটি টেমপ্লেট পরিবর্তন করতে গিয়ে তিনটি অপশন আপনার জন্য এসেছে। এর মধ্যে যে কোন একটিকে বেছে নিতে হবে।
  • KEEP WIDGETS: যদি পুরনো গেজেটগুলো রেখে দিতে চান, তাহলে এখানে সেভ করুন। এটাই ডিফল্ট হিসেবে নির্বাচন করা আছে।
  • DELETE WIDGETS: যদি মুছে ফেলতে চান, তাহলে এখানে ক্লিক করুন।
  • CANCEL: যদি টেমপ্লেট পরিবর্তন করার সিদ্ধান্ত পাল্টান তাহলে এখানে ক্লিক করুন।
Changing template is safe now in blogger blog. You can keep or delete any widget.
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger