
যারা Nokia S60 মোবাইল ফোন ব্যাবহার করেন, তাদের জন্য গুগল নিয়ে এসেছে ভয়েস সার্চ সুবিধা। Android, BlackBerry, iPhone ইত্যাদিতেও পাবেন। বর্তমানে এই ভয়েস সার্চ সুবিধা কেবলমাত্র ইংরাজীতেই প্রাপ্ত হবে। ভবিষ্যতে অন্যান্য ভাষাতেও এটি পাওয়া যাবে। এই সুবিধা ব্যাবহার করতে গেলে আপনার মোবাইল ফোনের ব্রাউজার থেকে m.google.co.in ঠিকানায় গিয়ে ডাউনলোড করে নিন এপ্লিকেশানটি। এই এপ্লিকেশান দিয়ে সার্চ করার সময়ে সবুজ CALL বোতাম চেপে ধরে মুখে বললেই সার্চ রেজাল্ট পেয়ে যাবেন।

স্বাভাবিক সার্চের মতোই ওয়েব সার্চ, ইমেজ সার্চ ইত্যাদি আছে। তবে আমি ব্যাবহার করে দেখলাম যে আমি যদি বলি Pictures of Dhaka Airport তাহলে নিজে থেকেই গুগল ইমেজ ট্যাব দিয়েই তা দেখাচ্ছে। অর্থাৎ আমাকে আলাদা করে ইমেজ ট্যাবে যেতেই হলোনা। কিন্তু শুধুই ঢাকা এয়ারপোর্ট বললে ওয়েব রেজাল্ট ট্যাব খুলবে প্রথমে। তারপরে ইমেজ ট্যাবে গেলে ছবিগুলি দেখা যাবে। সুতরাং ছবি সার্চ করতে হলে Pictures of... বলেই সার্চ দেবেন।
নিচের ভিডিওতে আরও ভালো করে জেনে নিন -

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

