Nokia S60 মোবাইল ফোনের জন্য Google Voice Search সুবিধা

Google Voice Search

যারা Nokia S60 মোবাইল ফোন ব্যাবহার করেন, তাদের জন্য গুগল নিয়ে এসেছে ভয়েস সার্চ সুবিধা। Android, BlackBerry, iPhone ইত্যাদিতেও পাবেন। বর্তমানে এই ভয়েস সার্চ সুবিধা কেবলমাত্র ইংরাজীতেই প্রাপ্ত হবে। ভবিষ্যতে অন্যান্য ভাষাতেও এটি পাওয়া যাবে। এই সুবিধা ব্যাবহার করতে গেলে আপনার মোবাইল ফোনের ব্রাউজার থেকে m.google.co.in ঠিকানায় গিয়ে ডাউনলোড করে নিন এপ্লিকেশানটি। এই এপ্লিকেশান দিয়ে সার্চ করার সময়ে সবুজ CALL বোতাম চেপে ধরে মুখে বললেই সার্চ রেজাল্ট পেয়ে যাবেন।

voice search

স্বাভাবিক সার্চের মতোই ওয়েব সার্চ, ইমেজ সার্চ ইত্যাদি আছে। তবে আমি ব্যাবহার করে দেখলাম যে আমি যদি বলি Pictures of Dhaka Airport তাহলে নিজে থেকেই গুগল ইমেজ ট্যাব দিয়েই তা দেখাচ্ছে। অর্থাৎ আমাকে আলাদা করে ইমেজ ট্যাবে যেতেই হলোনা। কিন্তু শুধুই ঢাকা এয়ারপোর্ট বললে ওয়েব রেজাল্ট ট্যাব খুলবে প্রথমে। তারপরে ইমেজ ট্যাবে গেলে ছবিগুলি দেখা যাবে। সুতরাং ছবি সার্চ করতে হলে Pictures of... বলেই সার্চ দেবেন।

নিচের ভিডিওতে আরও ভালো করে জেনে নিন -


 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger