আপনার ব্লগকে আরো জীবন্ত করে তুলুন। এখন থেকে ব্লগে আগত পাঠকের সাথে চ্যাট করতে পারবেন plugoo widget দিয়ে। এতোদিন পাঠক মন্তব্য করছিলেন, আপনি উত্তর দিচ্ছিলেন, পাঠক আবার ফিরে আসে আপনার উত্তর পড়ে দেখছিলেন। কিন্তু এখন পাঠক সরাসরি আপনার সঙ্গে চ্যাট করতে পারবেন এবং আপনিও প্রয়োজনীয় আলাপ অনলাইনেই সেরে ফেলতে পারবেন।
পরিচিত এবং অপরিচিত পাঠকের সাথে চ্যাট করতে পারবেন অনায়াসেই, এর জন্য কাউকে আলাদা করে আপনার মেসেঞ্জার আইডি দিতে হবেনা। একটি আইডি বানিয়ে নিন এবং সেখানেই নির্বাচন করে নিন ইয়াহু, উইন্ডোজ লাইভ, গুগল টক্ ইত্যাদি যেটাতে আপনার আইডি ইতিমধ্যেই আছে এবং যেটাতে আপনি চ্যাট করতে চান। এই ওয়েবসাইটে আপনার মেসেঞ্জার আইডি পাসওয়ার্ড দিতে হবেনা। রেজিস্ট্রেশান হওয়ার পরে উইজেট কোড নিয়ে ব্লগে উইজেট সাজিয়ে নিন; এর পরে আপনার নিজস্ব মেসেঞ্জারে আপনি লগ-ইন করে থাকলেই পাঠকের সাথে চ্যাট করতে পারবেন। আপনি চ্যাট করবেন আপনার মেসেঞ্জারে, যেমন স্বাভাবিকভাবে করেন, ওইদিকে আপনার ব্লগে আগত পাঠক উইজেটের মাধ্যমে আপনার সাথে আলাপ সেরে ফেলতে পারবেন।
আপনি অফলাইন থাকলেও পাঠকের মেসেজ আপনার ইমেইল ঠিকানায় এসে যাবে। সুতরাং আপনি অনলাইনে না থাকলেও কারো মেসেজ পেতে অসুবিধা হবেনা। যদি গুগল টক্ দিয়ে চ্যাট করেন, তাহলে জিমেইলের চ্যাট ইতিহাসে সমস্ত চ্যাট বৃত্তান্ত সংরক্ষিত রাখতে পারবেন। এতোদিন আমরা দেখছিলাম অনেক ওয়েবসাইটে অনলাইন সাপোর্ট সিস্টেম ব্যাবহার হচ্ছিলো, কিন্তু এখন আমরা ব্লগেও তা স্থাপন করতে পারবো।
ব্লগের জন্য এটা জরুরী নয়, যারা তাদের ব্লগে interactivity যুক্ত করতে চান তাদের জন্য এটি একটি সুন্দর সংযোজন হতে পারে ব্লগে।