ব্লগ পোস্ট শিরোনাম সরাসরি ট্যুইটারে পোস্ট করুন
Posted by: Anonymous
আজকাল ট্যুইটার অনেক জনপ্রিয় নেটওয়ার্কিং টুল হিসেবে ব্যাবহৃত হচ্ছে। ব্লগ আমাদের অনেকেরই আছে ইতিমধ্যেই। ট্যুইটারে আমরা মাত্র ১৪০ অক্ষরে লিখতে পারলেও ব্লগে তা অনেক বিস্তারে লেখা যায়। ব্লগ এবং ট্যুইটার দুটোতেই পোস্ট দিতে দিতে অনেকেই ক্লান্ত। শেষে দেখা যায় যে ব্লগ লেখা হলে ট্যুইটার আপডেট করা হয়না, ট্যুইট করতে থাকলে ব্লগিং বাদ পড়ে থাকছে। বড় ভালো হতো যদি ব্লগে যা'ই আমরা লিখি তা কোনো পদ্ধতিতে আপনাআপনি ট্যুইটারে পোস্ট হয়ে যেতো! তাইনা? চিন্তা নেই, এবারে তাও সম্ভব হবে। আসুন চটপট অল্প কথায় জেনে নিই কিভাবে ব্লগে একটি লেখা দিলেই সেটা আমাদের ট্যুইটার একাউন্টেও পোস্ট হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি পাঠকদের ব্লগার এবং ট্যুইটার একাউন্ট আছে ইতিমধ্যেই। প্রথমেই দরকারি সার্ভিস হল ট্যুইটারফিড। http://twitterfeed.com ওয়েব ঠিকানায় গিয়ে একটি একাউন্ট খুলে নিন। এর পরে আসল ফিড বানাতে হবে। স্ক্রীনে নির্দেশনা দেওয়াই থাকবে, সেই অনুযায়ী প্রথমে আমাদের ট্যুইটার একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। ট্যুইটার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট সেট-আপ করে নিন। পরবর্তী স্ক্রীনে আপনার ব্লগের RSS ফিড ঠিকানা দেবেন এবং পাশেই থাকা Test RSS Feed বোতাম চেপে পরীক্ষা করে নিতে পারেন ঠিকমতো ফিড ঠিকানা পেলো কিনা সার্ভিসটি। এর নিচেই পাবেন Advanced Settings, এখানে কিছু বাড়তি কাস্টমাইজেশান করে নিতে পারেন যেমন এই সার্ভিস কতোক্ষণ পর পর আপনার ব্লগের ফিড চেক্ করবে নতুন পোস্টের জন্য (আমি এটিকে প্রতি ঘন্টায় দিয়ে রাখি), কি পোস্ট করবে (আমি শুধু ব্লগ পোস্টের শিরোনাম পোস্ট করতে বলি), পোস্টের ছোট লিঙ্ক কোন সার্ভিস দিয়ে করা হবে (আমার bit.ly একাউন্ট থাকার জন্য আমি এই সার্ভিস দিয়েছি, এবং সমস্ত ছোট লিঙ্কের হদিশ আমার bit.ly একাউন্টে থাকে আর আমি জানতে পারি কয়টা ক্লিক হল)। ছোট লিঙ্ক সার্ভিসের অন্যান্য প্রচুর একাউন্ট আছে, যার যেখানে একাউন্ট আছে তারা সেটিকে সেট-আপ করে নিতে পারবেন। যারা bit.ly ব্যাবহার করছেন তাদের লাগবে Login username আর API Key (এটি পাবেন Account লিঙ্কে)। সব ঠিকঠাক সেট-আপ হয়ে গেলেই এরপর ব্লগ পোস্ট দেওয়ার পরে প্রতি ঘন্টায় এই সার্ভিস আপনার ব্লগের আরএসএস ফিড চেক করে সব পোস্টকেই ট্যুইটারে পোস্ট করে দেবে। ব্লগার ব্লগের সাধারন আরএসএস ফিড ঠিকানা হল blogname.blogspot.com/feeds/posts/default/ নতুবা ফিডবার্নার ব্যাবহার করলে feeds/feedburner.com/username; এখানে জেনে রাখা ভালো যে ব্লগার ব্লগের রোবট ফাইলে যে আরএসএস ঠিকানা দেওয়া থাকে সেটি হল /feeds/posts/default?orderby=updated কিন্তু এই ঠিকানা দিলে একই শিরোনাম ততোবার পোস্ট হবে যতোবার সেই ব্লগ পোস্ট আপনি আপডেট করবেন। সুতরাং শুধুই /feeds/posts/default/ ব্যাবহার করাই ভাল, তাহলে একটি পোস্ট শিরোনাম একবারই ট্যুইট হবে ।