একটি ক্লিক দিয়ে সিডিড্রাইভের ট্রে খোলা এবং বন্ধ করার পদ্ধতি

আমরা এর আগে উবুন্টু লিনাক্সে কিভাবে একটিমাত্র ক্লিক দিয়ে সিডিরম ড্রাইভের ট্রে খোলা যায়, তার পদ্ধতি জেনেছি। আজ আমরা জানবো উইন্ডোজে কিভাবে একটি মাত্র ক্লিক দিয়ে কিভাবে সিডিরম ড্রাইভের ট্রে খোলা ও বন্ধ করা যায়, তার পদ্ধতি।
Open and Close CDROM with one click
আমরা সাধারণত CDROM এর ট্রে বের করার জন্য ট্রের গায়ের Eject বোতাম চেপে থাকি। কেউ কেউ আবার My Computer এ গিয়ে CDROM এর আইকনে রাইট ক্লিক করে Eject চেপে CDROM এর Tray খুলে থাকি। এছাড়াও অনলাইন ঘাঁটলে CDRom খোলা ও বন্ধ করার জন্য হাজারটা সফটওয়ার পাওয়া যাবে। এদের মধ্যে বেশিরভাগই অবশ্য ফ্রি। কোন কোনটা আবার অনেক বেশি আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ। কোনটা পোর্টেবল আবার কোনটাকে ইনস্টল করে নিতে হয়।

আজ আমি যে সফটওয়ারটি আপনাদের সাথে শেয়ার করছি, সেটাও CD Rom কে Open ও Close করে থাকে। কিন্তু অন্যদের সাথে এটার প্রধান পার্থক্য হল যে এই সফটওয়ার দিয়ে মাত্র একটা ক্লিকেই আমরা CDRom Drive এর Tray কে Open ও Close করতে পারি। আর এটা পোর্টেবল তো বটেই।
Open CDROM Drive with only one click. You don't need double click to do that.
শুধুমাত্র উইন্ডোজ প্লাটফরমে (Windows Platform) এই সফটওয়ারটি কাজ করে। কোনরকম ইনস্টলেশনের দরকার নেই। মূল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন। দুরকম প্যাকেজে পাওয়া যায়। জিপ ফাইল এবং মূল Exe ফাইল। এদের সাইজ যথাক্রমে মাত্র 94KB এবং 101KB
ডাউনলোড করে CD.exe ফাইলটিকে ডাবল ক্লিক করলে সঙ্গে সঙ্গে CDRom Drive এর Tray খুলে যাবে। ডিফল্টভাবে এখানে CDROM Close করার কোন অপশন নেই। তবে এই একটি মাত্র সফটওয়ার দিয়ে শুধুমাত্র সিডিরম নয়, সাথে সাথে আরও বেশ কয়েকটি সফটওয়ারও খুলতে পারবেন। এই পদ্ধতিগুলো জানুন এই সাইট থেকে।
This software is free to use and share. Extract the zip file and use the links.
কিন্তু হ্যাঁ, আমার মনে আছে যে - আমি বলেছিলাম এক ক্লিকে সিডিড্রাইভের ট্রে ওপেন ও ক্লোজ করার কথা। আর এ জন্য আমার আপলোড করা জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে। এখানেই রয়েছে সিডিড্রাইভের ট্রে বন্ধ করার জন্য একটি বিশেষ লিংক।

114.4 KB সাইজের এই জিপ ফাইলটির ভিতরে মোট তিনটি ফাইল আছে।
  1. Open CD.exe
  2. Open CD.lnk
  3. Close CD.lnk
এদের মধ্যে Open CD.lnk এবং Close CD.lnk ফাইলদুটিকে ডেস্কটপের নিচের টাস্কবারের Quick Launch অংশে (C:/Documents and Settings/YOURNAME/Application Data/Microsoft/Internet Explorer/Quick Launch) কপি করে রেখে দিতে হবে। ড্রাগ (Drag) করে টেনে এনে দিলেও হবে। আর জানেনই তো Quick Launch অংশের লিংকগুলো একটি মাত্র ক্লিকেই কাজ করা শুরু করে। তাই এখানে রাখা Open CD এবং Close CD লিংকদুটিও একটিমাত্র ক্লিকের অপেক্ষায় বসে থাকবে। তাই না?
You need only one click to run software from quick launch.
আমার আপলোড করা Open CD জিপ ফাইলটি ডাউনলোড করুন। ফাইল সাইজ 114.4 KB
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger