দীর্ঘ প্রতীক্ষা শেষে উবুন্টু ৯.১০ (Ubuntu) এখন ডাউনলোডের জন্য উন্মুক্ত হয়েছে। নতুন নতুন ফিচারে সমৃদ্ধ হয়ে আসা উবুন্টুর এই ভার্সনটির কোড নাম 'কারমিক কোয়ালা' (Karmic Koala)। ২০১১ সাল পর্যন্ত এই ভার্সনের সাপোর্ট দেয়া হবে।
কিছুদিন আগে অর্থাৎ এই মাসের ২২ তারিখে উইন্ডোজ ৭ (Windows 7) বাজারে এসেছে। বলা হচ্ছে যে উইন্ডোজ ৭ এর চাইতেও শক্তিশালী ও অনন্য কিছু ফিচার উবুন্টুর এই নতুন ভার্সনে রয়েছে। তাই উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা এর জন্য কিছুটা হতাশ বলে বোধ করছেন।
Download Ubuntu Linux 9.10. Now it is open for download in ubuntu site.
যা হোক, উইন্ডোজ ব্যবহারে বিরক্ত এবং লিনাক্স ব্যবহারে আগ্রহীরা এখনি ডাউনলোড শুরু করে দিন উবুন্টুর এই নতুন ভার্সনের। উল্লেখ্য যে এখন ডাউনলোডের জন্য সার্ভারে শুধুমাত্র 'উবুন্টু' রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে অন্যান্য উবুন্টু ডিস্ট্রো অর্থাৎ Kubuntu, Xubuntu, Edubuntu এগুলোও ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে।