আজ আমি উপস্থাপন করছি একটি গাঢ় রঙের ভিন্নরকমের ডিজাইনের টেমপ্লেট। নাম 'মায়া'। এই টেমপ্লেটটির বিশেষ বৈশিষ্ট্য হল এর বিভিন্ন জায়গায় কলাম স্থাপন করা হয়েছে। পোস্ট পাতাসহ মোট সাত (৭)টি কলামের এই টেমপ্লেটটিকে আপনি নিজের প্রয়োজনমতো সাজিয়ে নিতে পারবেন। যদি নিচের কলামগুলো ব্যবহার না করেন তাহলে এটাকে দুই কলামের টেমপ্লেট বলা যাবে। যদি শুধু পোস্ট অংশের নিচের ছোট কলামদুটি ব্যবহার করেন, তাহলে বলা যাবে চার কলাম। আর যদি একেবারে নিচের কলাম তিনটিতে গেজেট লাগান তাহলে ব্লগ টেমপ্লেটটি হবে সাত কলামের।
এই টেমপ্লেটটির ডিফল্ট বাংলা ফন্ট 'আদর্শলিপি'। ফলে বাংলা লেখা সঠিকভাবেই দেখা যাবে। আলাদাভাবে কোন সেটিংস পরিবর্তন করতে হবে না। 'আদর্শলিপি' সহ আরও কিছু ফন্টসহ একটি ছোট ফন্টপ্যাকেজ (ফাইলের আকার: 539.4 KB, জিপ ফাইল) ডাউনলোড করুন। কি কি ফন্ট এই প্যাকেজটিতে রয়েছে তা জানতে এই পাতাটি একবার পড়ে দেখতে পারেন।
This is a dark template. Download a zip file contain unicode Bangla Fonts. Main features are.
এর বৈশিষ্ট্যগুলো হল:
- পোস্ট অংশের ডানপাশে একটি কলাম রয়েছে
- ডানপাশের কলামটি শুরু হয়েছে হেডারের পাশাপাশি অবস্থান থেকে
- পোস্ট অংশের নিচে রয়েছে দুইটি ছোট কলাম
- ব্লগের একেবারে নিচে রয়েছে তিনটি কলাম
- ব্লগের মূল ব্যাকগ্রাউন্ড গাঢ় কালচে নীল রঙের
- পোস্ট পাতার ব্যাকগ্রাউন্ড গাঢ় নীল রঙের
- সাইডবারের ব্যাকগ্রাউন্ড গাঢ় সবুজ রঙের
- ব্লগের প্রস্থ ৮৮৫ পিক্সেল
- পোস্ট পাতার প্রস্থ ৫৪০ পিক্সেল
- ডানপাশের সাইডবারের প্রস্থ ৩৩৫ পিক্সেল
- পোস্ট পাতার নিচের কলাম দুটির প্রস্থ ২৫৫ পিক্সেল করে
- একেবারে নিচের কলাম তিনটির প্রস্থ যথাক্রমে ২৫০ পিক্সেল, ২৪০ পিক্সেল ও ৩৫০ পিক্সেল
- ফলে ব্লগের শরীরের বিভিন্ন জায়গায় গুগল এডসেন্স কোড লাগাতে কোনরকম সমস্যা হবে না।
- এছাড়াও যা রয়েছে This template has some unique and special feature.
- 'বিস্তারিত পড়ুন' সুবিধা
- Breadcramb সুবিধা
- সার্চ ইঞ্জিন উপযোগী পোস্ট টাইটেল দেখানোর ব্যবস্থা
- Text Color
- Post Body Link Color
- Blog Title Color
- Blog Description Color
- Body Image Border Color
- Sidebar Text Color
- Post Body Visited Link Color
আশা করি এই অনন্যসাধারণ টেমপ্লেটটি আপনাদের কাছে ভালো লাগবে। I wish you like this.
- ডেমো ব্লগ Demo blog
- ডাউনলোড লিংক, ফাইল সাইজ 7.8 KB, Zip File Download this unique and elegant dark blogger template.