URL Shortening Service জাতীয় বিষয়ে আমরা অনেকদিন ধরেই পরিচিত, যেমন tinyurl.com দিয়ে আমরা লম্বা লম্বা ওয়েবসাইট ঠিকানাগুলিকে ছোট করে ফেলতে পারতাম, কিম্বা, স্পর্শকাতর কোনো লিঙ্ককে সরাসরি আমাদের ব্লগে না লিখে tinyurl.com দিয়ে ছোট করে লিখতাম। মাঝে এলো bit.ly এবং তার পরেই এলো j.mp (দুটো একই)। এদের কাজ একই। তিন অক্ষরের ডমেইন নাম এবং তার দুই অক্ষরের এক্সটেনশান মানেই দামী জিনিস, এই দিয়ে অনেক ছোট URL গঠন করা যায়। ওয়ার্ডপ্রেস ব্লগও আজকাল তাদের নিজস্ব shortlink শুরু করেছে। কিন্তু যা কারো সার্ভিসে নেই, তা আমাদেরকে দিচ্ছে bit.ly আর j.mp, আসুন, অল্প কথা জেনে নিই কি ব্যাপার...
প্রথমেই bit.ly ওয়েবসাইটে নিজের একাউন্ট খুলে নিন একটা। শেষে লিখতে পারতাম এই কথাটা, কিন্তু শুরুতেই লিখছি কারন আমি জানি আমার পাঠকদের পছন্দ হবেই এই জিনিসটি। তাড়াতাড়ি নিজের ইউজারনামের বুকিং দিয়ে ফেলুন। আপনি পাবেন একটি নিজস্ব ওয়েব ঠিকানা। এটিকে বলতে পারেন প্রায় একটি রিয়েলটাইম আপডেটিং প্যানেল যেখানে আপনার বানানো ছোট লিঙ্কগুলির কতোবার ক্লিক হয়েছে তা দেখা যাবে। একাউন্টে ঢুকে আরো বিশদে জানতে পারবেন, গ্রাফ চার্ট দিয়েও আপডেট দেখাবে আপনার বানানো প্রতিটি লিঙ্কের। নিচের ছবিতে দেখুন -
উপরের ছবিতে ক্লিক করে বড় সাইজের দেখুন, সেখানে দেখা যাচ্ছে যে আমি একটি লিঙ্ক বানিয়েছিলাম তাতে মোট ৩১'টি ক্লিক হয়েছে ছবিটি নেওয়ার সময় পর্যন্ত, মূল লিঙ্কও দেখাচ্ছে নিচে, এবং এরপরেই যেটা দেখা যাচ্ছে তা হল এই bit.ly একাউন্ট থেকে সরাসরি আমি ট্যুইটারে মেসেজ দিয়েছি এই লিঙ্ক দিয়ে। হ্যাঁ, এই একাউন্টে আপনি আপনার ট্যুইটার ইউজারনেম জুড়ে দিতে পারবেন, এবং ছোট লিঙ্ক তৈরী হয়ে গেলে আর ট্যুইটারে লগ-ইন করতে হচ্ছে না! কি? মজার ব্যাপার নয়?
ট্যুইটারেও বড় লিঙ্ক দিলে তা নিজে থেকেই ছোট হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় যে তাতে লিঙ্ক ট্র্যাকিং করতে পারা যায়না। এবং, বড় লিঙ্ক ট্যুইটার ছোট করলেও যতোক্ষণ না আপনি submit দিচ্ছেন তার আগে পর্যন্ত পুরো লম্বা ওয়েব ঠিকানার সব অক্ষর গুনছে ট্যুইটার, যেখানে আপনার লেখার সীমা ১৪০ অক্ষর। Submit দিলেই তা ছোট হয়ে যাবে কিন্তু তখন দেখা যাবে যে আপনার আরো লেখার জায়গা ছিল! তাই, আগেই bit.ly দিয়ে ওয়েব ঠিকানা ছোট করে নিন, বেশি লেখার জায়গা পাবেন।
আপনার হয়তো অনেক follower আছেন ট্যুইটারে, কিন্তু কতোজনে ক্লিক করছে আপনার লিঙ্ক? জানতে পারবেন bit.ly একাউন্ট থাকলে। দেখুন আমার লিঙ্কে ক্লিক হয়েছে US থেকে ১৪'টি, UK থেকে ৬'টি এবং ক্যানাডা থেকে ৩'টি। সেইসাথে দেখা যাচ্ছে Share/Copy লিঙ্ক, আপনি এই একই লিঙ্ক আরো অন্য অনেক জায়গায় দিতে পারছেন। ঠিক এর নিচেই একটি লাইভ্ গ্রাফ আছে যা সর্বক্ষণ চলছে, একটি ক্লিক হলেই তার আপডেট দেখতে পাবেন সেই গ্রাফে।
এখানেই শেষ নয়! আপনার সমস্ত URL ঠিকানার RSS Feed পাচ্ছেন। আপনার ব্লগে সেই আরএসএস ফীড দিতে পারেন সেক্ষেত্রে ট্যুইটার উইজেট লাগবেনা যদি এখান থেকেই ট্যুইট করার অভ্যাস করেন। তাহলে? একটি ফীডেই পাচ্ছেন ট্যুইটার ও bit.ly দুটি ফীড।
এর পরেও মনে না ধরলে একাউন্ট ছাড়াই ব্যাবহার করতে পারেন সরাসরি আপনার ব্রাউজার থেকে, ডাউনলোড করে নিন bit.ly ফায়ারফক্স প্লাগিন। এর পরে সেই লিঙ্কের উপরে মাউস নিয়ে গেলেই টুলটিপ দিয়ে দেখাবে ক্লিক বৃত্তান্ত। আরও আছে! জিমেইল bit.ly গেজেট চান? এইখানে পাবেন।