আমরা যারা ব্লগ লিখি তারা মন্তব্য (Comment) পেতে ভালোবাসি। আবার আপনার ব্লগে যিনি মন্তব্য করেছেন, তিনিও তাঁর মন্তব্যের প্রতিউত্তর (Answer) পেতে চান। ব্লগে যদি আজ কিছু লেখার না থাকার কারণে লগইন না করেন কিংবা 'সাম্প্রতিক মন্তব্য' (Recent Comment) জাতীয় কোন গেজেট (Gadget) লাগানো না থাকে (
এখানে ক্লিক করে পদ্ধতি জানুন), তাহলে নতুন করা মন্তব্য'র খোঁজ নাও পেতে পারেন। সেক্ষেত্রে যিনি আপনার ব্লগে মন্তব্য করলেন, তিনি হয়তো আপনার প্রতিউত্তর না পেয়ে মনক্ষুন্ন হতে পারেন। এই বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণের একটি দারুণ উপায় রয়েছে ব্লগারের ব্লগে। এই সেটিংসটি পরিবর্তন করলে কেউ আপনার ব্লগে মন্তব্য করার সাথে সাথে ইমেইলের মাধ্যমে তা ইনবক্সে পৌঁছে যাবে।
Know any comment at the same time when it published in any পদ্ধতিটি নিম্নরূপঃ- ব্লগার.কম (Blogger.com) এ পাসওয়ার্ড (Password) ও ইউজার আইডি (User ID) দিয়ে লগইন (Login) করুন।
- সেটিংস (Settings) ট্যাবের কমেন্টস (Comments) লেখা লিংকে ক্লিক করুন।
- এখানে একেবারে নিচে চলে যান।
- You will find an option for comment notification alert by email.
- Comment Notification Email লেখার পাশের টেক্সট বক্সে আপনি যে ইমেইল ঠিকানায় নোটিফিকেশন পেতে চান তা লিখে দিন। কমা দিয়ে দিয়ে একাধিক ইমেইল ঠিকানা (Email Address) লিখতে পারবেন।
- এবার সেভ করুন। Now save settings and you are ready to get email automatically.
এখন থেকে আপনার ব্লগে কেউ মন্তব্য করলেই তা উল্লেখ করা ইমেইল ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।