কিভাবে ব্লগে বাংলা তারিখ দেখাবেন?

খেয়াল করেছেন কি, যে আমার ব্লগের বামপাশের সাইডবারে (Left Sidebar) একটু উপরদিকে একটি নতুন গেজেট (New Gadget) লাগিয়েছি। এর ফলে সেখানে আজকে বাংলা সনের কোন মাসের কত তারিখ তা দেখা যাচ্ছে।

হ্যাঁ, বন্ধুরা এই প্রয়োজনীয় সুবিধাটুকু আপনিও আপনার ব্লগে লাগাতে পারেন। আর এর জন্য আপনাকে কোন কষ্টই করতে হবে না। সামান্য একটু কোড একটি HTML গেজেট বক্সে (Gadget box) পেস্ট করে দিন, আর অন্য ট্যাবে (Download Firefox) থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করুন। সঙ্গে সঙ্গে বাংলা তারিখ, মাস ও সাল (Bangla date, month and year) আপনার ব্লগে প্রদর্শন করা শুরু হবে।
  • প্রথমে ব্লগার.কম (Blogger.com) এ লগইন (Login) করুন।
  • Layout > Page eliments এ গিয়ে Add gadget বোতামে ক্লিক করে একটি HTML গেজেট নিন। নিচের কোডটুকু সম্পূর্ণ কপি (Copy) করে নিয়ে নতুন এই গেজেটটিতে পেস্ট (Paste) করুন।

  • <script type="text/javascript" src="http://tareq.wedevs.com/bangla_date_widget.php">
    </script>
  • এবার সেভ (Save) করুন। অন্য ট্যাবে (Download Firefox) থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করুন।
  • আশা করি বাংলা তারিখ দেখতে কোনরকম সমস্যা হবে না।
এই প্রয়োজনীয় টুলসটি (Tools) তৈরি করেছেন 'তারেক'। আর তা প্রকাশ করেছেন তার ব্লগের এই পৃষ্ঠায়

যদি তারিখের সাথে সাপ্তাহিক বার দেখাতে চান, তাহলে HTML গেজেটে স্থাপিত উপরের কোডের ঠিক নিচে এই কোডটি লিখুন

<script type="text/javascript">
var d=new Date();
var weekday=new Array(7);
weekday[0]="রবিবার )";
weekday[1]="সোমবার )";
weekday[2]="মঙ্গলবার )";
weekday[3]="বুধবার )";
weekday[4]="বৃহস্পতিবার )";
weekday[5]="শুক্রবার )";
weekday[6]="শনিবার )";
document.write(" ( " + weekday[d.getDay()]);
</script>
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger