ইন্টারনেট এক্সপ্লোরারে ব্রাউজিং স্পিড বাড়ানোর উপায়

আমরা অনেকে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করিনা এর ধীর গতির জন্য। কিন্তু একটু চেষ্টা করে ইএ এর গতি অনেকাংশেই বাড়ানো যায়। ইন্টারনেট এক্সপ্লোরারের টুলস ট্যাবে যেতে হবে। এখানে ইন্টারনেট অপশন থেকে এ্যাডভান্স ট্যাবে ক্লিক করতে হবে। Advanced ট্যাবে ক্লিক করুন। একেবারে নিচের দিকে Empty temporary internet files folder when browser is closed নামক অপশনের পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে দিন। এবার ইন্টারনেট এক্সপ্লোরার পুনরায় চালু করুন। পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন। নিশ্চিতভাবেই আপনি আগের চেয়ে বেশী গতি পাবেন ব্রাউজিংয়ে। এর কারন হলো সাধারণ অবস্থায় ওয়েব ব্রাউজিং এর সময় বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্টগুলো টেম্পরারী ফাইল হিসেবে সেভ হয়, ফলে ব্রাউজিং এর গতি ধীর হয়ে যায়। কিন্তু টেমপোরারি ফোল্ডারটি পরিষ্কার রাখলে পরবর্তীকালের ব্রাউজিং স্পিড দ্রুততর হয়ে যায়।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger