ব্লগ পাঠককে তার গোপন তথ্য জানান

আপনি ইচ্ছে করলে পাশের ছবি দুটির মতো করে আপনার ব্লগের পাঠকদেরকে জানিয়ে দিতে পারেন তাদের কম্পিউটার (computer) ও ব্রাউজারের বিভিন্ন তথ্য। পাশের ছবি দুটিতে দেখুন আইপি এড্রেস (IP address), অপারেটিং সিস্টেম (Operating system), দেশ (country), ব্রাউজার (Browser) ইত্যাদি তথ্য সংক্ষেপে প্রদর্শিত হচ্ছে। এই তথ্যাবলী শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার পাঠকের জন্যও প্রদর্শন করুন। এতে তারা আপনার ব্লগটি ভিজিট (visit) করে তার নিজের তথ্যাবলী জেনে নিতে পারবে। আর এই দারুণ টুলটি পাওয়া যাবে এই ঠিকানায়

এই সাইটটি জার্মান ভাষায়, তাই এর মর্মোদ্ধার করা জটিল হয়ে পড়তে পারে, এজন্য আমি টুলটির কোড (Code) আপনার ব্যবহারের জন্য প্রকাশ করে দিলাম। নিচে লেখা কোডটি (Code) কপি (Copy) করে আপনার ব্লগের উইজেট বক্সে (Widget box) পেস্ট (Paste) করুন। অন্য ট্যাবে (Tab) থাকা (ফায়ারফক্স ডাউনলোড করুন) আপনার ব্লগ একবার রিফ্রেস (Refresh) করুন। নিজের তথ্যাবলী নিজেই পরখ করে নিন।

<a href="http://www.wieistmeineip.de/cometo/?en"><img border="0" alt="IP" width="125" src="http://www.wieistmeineip.de/ip-address/" height="125"/></a>

আশা করি কোডটি ব্যবহার করতে কোনরকম সমস্যা হবেনা। আর সমস্যা যদি হয়, তাহলে তো আমি আছিই। কোনরকম সমস্যার কথা জানাতে সামান্যতম দ্বিধা করবেন না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger