আশা করি উপস্থাপন করা টেমপ্লেটগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। এমনিতে কোনরকম সমস্যা হবার কথা নয়। ঠিক ঠিক পদ্ধতি মোতাবেক টেমপ্লেট আপলোড (Upload) বা ইনস্টল (Install) করা হলে কোনরকম সমস্যা দেখা দেবে না। আর তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে তা জানাতে (Your Feedback)ভুলবেন না।
Notepad:

* এর কলাম সংখ্যা তিন (Three column)।
* তিনকলামের এই টেমপ্লেটের সাইডবার (Sidebar) রয়েছে ডানপাশে।
* হেডার হিসেবে আপনি পছন্দমতো একটি ইমেজ ফাইল (Image File) ব্যবহার করতে পারবেন।
* পোস্টের ঠিক উপরে একটি মেনুবার (Menubar) রয়েছে। এখানে আপনার পছন্দের লিংকগুলো (Favorite Link) রেখে দিন।
* একটি ডিফল্ট ব্লগ সার্চ বক্স (Default Search Box) রয়েছে ডানপাশে, সাইডবারগুলোর উপরে।
* আকর্ষণীয় ডিজাইনের এই ব্লগটি আপনার পাঠকের সংখ্যা বৃদ্ধি করবে এতে কোন সন্দেহ নেই।
ডাউনলোড করুন।
Neon neon:

এই টেমপ্লেটের কিছু সাধারণ বৈশিষ্ট্য হলো:
* হেডারটিকে সাইডবারের উপরে স্থাপন করা হয়েছে। ফলে বেশি বড় কোন ইমেজ ব্যবহারের দরকার নেই। ছোট্ট একটি ইমেজ ফাইলকেই আপনি হেডার হিসেবে ব্যবহার করতে পারবেন।
* দুইকলামযুক্ত (Two Column)। সাইডবার রয়েছে বামপাশে।
* একটি মেনুবার রয়েছে পোস্টের ঠিক উপরে।
ডাউনলোড করুন
Music-n-Movie-Shop:

হাইলি কাস্টমাইজ (Highly Customize) করা এই টেমপ্লেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের গেজেট বা উইজেট স্থাপনের সুযোগ রয়েছে। বামপাশের ছবিটি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
* তিনকলামযুক্ত এই টেমপ্লেটের একাধিক জায়গায় গুগল এডসেন্স ব্যবহার করতে পারবেন।
* পোস্ট এলাকাকে ভিন্নভাবে এখানে ব্যবহার করা হয়েছে।
* হেডারের ঠিক নিচে আপনি ইচ্ছে করলে কোন ফ্লাশ ফাইলকে (Flash File) ব্যবহার করতে পারবেন।
ডাউনলোড করুন
Macbook pro:

* কাল রঙের ব্যাকগ্রাউন্ড।
* হেডার এলাকাতে দুটো উইজেট স্থাপন করতে পারবেন।
* হেডারের উপরে মেনুবার রয়েছে।
* তিনকলামযুক্ত।
* এর সাইডবারগুলো রয়েছে পোস্টের দুপাশে। সাইডবারদুটোর রঙ গাঢ় বেগুনী।
ডাউনলোড করুন।
Langit:

* হেডারের মধ্যে গুগলের এডসেন্স (Google Adsense) স্থাপনের সুবিধা।
* হেডারের ঠিক নিচে একাধিক উইজেট (Widget) স্থাপন করতে পারেন।
* তিন কলামযুক্ত।
* সাইডবারদুটো রয়েছে ডানপাশে। উপরের সাইডবারের প্রস্থ সাধারণ মাপের চাইতে বেশি।
* এর ঠিক নিচে রয়েছে অপেক্ষাকৃত সরু সাইডবার।
* ব্যাকগ্রাউন্ডের রঙ হালকা নীল। সাইডবার ও হেডারের রঙ গাঢ়, আর পোস্টের এলাকার রঙ সাদা।
* প্রতিটি পোস্টের তারিখ ক্যালেন্ডারের মতো করে দেখাবে।
ডাউনলোড করুন
Jeans:

জিনসের পোষাকের বিভিন্ন বস্তু টেমপ্লেটটির বিভিন্ন জায়গায় নিপুণভাবে ব্যবহার করা হয়েছে। কাপড়, বোতাম, সেলাই প্রতিটি অংশ স্পষ্টভাবে এই টেমপ্লেটের বিভিন্ন জায়গায় উপস্থাপন করা হয়েছে।
* দুইকলামযুক্ত। এই টেমপ্লেটটি তিন কলামেরও পাওয়া যায়। সে বিষয়ে আরেকদিন আলোচনা করা যাবে।
* সাইডবার রয়েছে ডানপাশে।
* হেডারে রয়েছে একটি ডিফল্ট সার্চবক্স।
* রয়েছে একটি মেনুবার।
ডাউনলোড করুন