- Tiny Counter
ঠিকানা: www.tinycounter.com
==========================
এই ওয়েব সাইট (Web Site) খুব সহজে আপনার সাইটের (Site) পরিদর্শক (Visitor) সংখ্যা নির্ভুলভাবে গুণে দেবে। এটা ইনস্টল (Install) করাও সহজ। এদের একটি বিশেষ সুবিধা আছে যা অন্যরা দেয় না। আপনি ইচ্ছে করলে আপনার কাউন্ট সংখ্যা পূর্ব থেকেই নির্দিষ্ট করে দিতে পারেন। ধরুন, আপনি এতদিন অন্য কোন কাউন্টার ব্যবহার করতেন। ইতিমধ্যে আপনার হিট সংখ্যা ১০০০ (1000) হয়ে গেছে। এখন কোন কারণে আর এই কাউন্টারটিকে বাদ দিতে চান। অন্যগুলোতে যা হত তা হল সেটা যখন থেকে আপনার ব্লগে ইনস্টল করবেন, তখন থেকে গণনা শুরু করবে। অর্থাৎ আপনার পূর্বের ১০০০ (1000) জনের তথ্য আর লিখিত হয়ে থাকবে না। কিন্তু এই Reliable Counter এর সেটআপ (Setup) সেকশনে একটা ঘর আছে। এখানে লেখা আছে Start my counter count at: আপনি এই বক্সে ১০০০ সংখ্যাটি বসিয়ে ঠিকমত সেটআপ করুন। দেখবেন পরবর্তীতে ১০০১, ১০০২ এভাবে গণনা শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনার পূর্বের ভিজিটর সংখ্যাটি হারিয়ে গেল না। যারা সিম্পল ডিজাইনের কাউন্টার পছন্দ করেন, তাদের জন্য এই রিয়ালেবল কাউন্টার (Reliable Counter) বেশ কাজে দেবে।
এদের ঠিকানা (Web Site Address) : http://www.reliablecounter.com/
===========================
এই কোম্পানির ১৬টি বিভাগে (Category) কাউন্টারগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এদের সবচাইতে আকর্ষণীয় দিক হল এনিমেটেড (Animated) কাউন্টার। সাধারণত কাউন্টারগুলো এনিমেটেড হয় না। কিন্তু এই Free-counters এর রয়েছে বেশ কিছু মজার মজার আকর্ষণীয় (Interesting) এনিমেটেড কাউন্টার।
এদের ঠিকানা: http://www.free-counters.co.uk/
===========================
এই কাউন্টারগুলোর প্রধান বৈশিষ্ট্যই হল এর ডিজাইন (Design)। এত মজার মজার ছবি দিয়ে কাউন্টারগুলো তৈরি করা হয়েছে যে, আনন্দচ্ছোল যে কারও মন এই কাউন্টারগুলো খুশিতে ভরে যাবে।
এদের ঠিকানা: http://www.mxcounters.com/
===========================
খুব সাধারণ কয়েকটি ডিজাইন নিয়ে এই কাউন্টারগুলো তৈরি হয়েছে। শুধুমাত্র বর্ণে বৈচিত্র নিয়েই এরা অনলাইনে ওয়েব সাইট বা ব্লগের পেজভিউ, ভিজিটরদের সংখ্যা গুণে দেবার সেবা দিয়ে যাচ্ছে।
এদের ঠিকানা হল: http://www.counterspot.com/
===========================
নামটি বেশ মজার। ১০০টিরও বেশি ডিজাইন নিয়ে এই কাউন্টার কোম্পানী (Company) আপনার ব্লগের পেজভিউ (Pageview) ও ভিজিটর সংখ্যাকে গুণে দেবার জন্য অপেক্ষা করছে। ছোট, বড়, মাঝারি বিভিন্ন আকারের কাউন্টার থেকে বেছে নিন নিজের পছন্দমত যে কোন একটি কাউন্টার।
এদের ঠিকানা: http://www.foocounter.com/
===========================
- Freelogs
এই কাউন্টারগুলোও ডিজাইনে কারও চেয়ে কম নয়। উপরের ছবি দেখলেই তাদের কাউন্টারের সৌন্দর্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এদের কাউন্টারের নিচে শুধুমাত্র তাদের নিজেদের ওয়েবসাইটের লিংকই (Link) রয়েছে। এরা অন্য কারও বিজ্ঞাপন (Advertise) প্রদর্শন করে আপনার বিরক্তির উদ্রেক করবে না।