- ব্লগের হিট সংখ্যা (Hit Counter)
- ইউনিক ভিজিটর সংখ্যা (Unique Visitor)
- কোন সাইট থেকে তারা এসেছেন (Refer from)
- কতক্ষণ আপনার ব্লগে ছিলেন (Visit Length)
- কতটার সময় তারা ভিজিট করেছেন (Time)
- কোন পথ ধরে তারা চলে গিয়েছেন (Exite path)
- তাদের ঠিকানা কি (Address)
- কোন দেশ থেকে এসেছেন (Country)
- কোন অপারেটিং সিস্টেম তারা ব্যবহার করেছেন (Operating system)
- কোন ব্রাউজার দিয়ে তারা ব্রাউজ করেছেন (Browser)
- জাভাস্ক্রিপ্ট এনাবল ছিল কি না (Javascript)
- পরিসংখ্যান (Summery)
- Sitemeter
- Stat Counter
- Go States
সাইটমিটার (Sitemeter): এই মিটার ব্যবহার করা খুব সহজ। স্বল্প স্পিডের ইন্টারনেট কানেকশনে (Low Speed Internet) একে অতি দ্রুত সেটআপ (Setup) করে ফেলা যায়। এই মিটার (meter) ব্যবহার করে আপনার ভিজিটরদের সম্পর্কে অনেকরকম তথ্য (Data) আপনি পেতে পারেন। আপনি ইচ্ছে করলে আপনার সাইটের পরিদর্শকদের কাছ থেকে যাবতীয় তথ্য আড়াল করে রাখতে পারবেন এই সাইটমিটার দিয়ে।
বিভিন্নরকম ডিজাইনের কাউন্টার এরা সরবরাহ করে। কাউন্টারের রঙ, ফন্ট স্টাইলসহ (Font Style) নানারকম ডিজাইন আপনি নিজেই সেটআপ (Setup) করে নিতে পারেন। অন্য কাউন্টার সাইটগুলোতে যদি আপনি পরবর্তিতে কোনরকম পরিবর্তন করেন, তাহলে কোড (Code) নতুন করে সাইটে ইনস্টল (Install) করতে হয়। কিন্তু এই সাইটমিটারের একটা অসাধারণ সুবিধা হল যে আপনাকে তা করতে হবে না। অর্থাৎ সাইটমিটার সাইটে কাউন্টারের রঙ, সাইজ, ডিজাইন (design) পরিবর্তন করে সেভ করলে তা নিজে থেকেই আপনার সাইটেও পরিবর্তিত হয়ে যাবে।
এই সাইটমিটার কাউন্টারের আর একটি বৈশিষ্ট্য হল যে আপনার ভিজিটর (visitor) আপনার দেশ থেকে কত দূরে রয়েছেন সেবিষয়েও তথ্য প্রদান করে।
এদের ঠিকানা : সাইটমিটার
======================================
স্টেটকাউন্টার (Statecounter): এই কাউন্টারটিও বেশ বিখ্যাত। যারা নিজেদের কাউন্টারটিকে পরিদর্শকদের কাছ থেকে লুকিয়ে রাখতে চান। তাদের জন্য এটা একটি আদর্শ কাউন্টার। এই কাউন্টারটিও অসংখ্য রকম ডিজাইন সরবরাহ করে। বিশেষত ফন্টের সাইজ (Font Size) ও রঙ নিয়ে এদের রয়েছে এক বিশাল ভাণ্ডার। দর্শকদেরকে না জানিয়েও আপনি তাদের তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন এই কাউন্টারটি দিয়ে। আবার ইচ্ছে করলে দর্শকের কাছে আপনার ব্লগ/ সাইট পরিদর্শনের যাবতীয় তথ্য উন্মুক্ত রাখতে পারবেন। আর এর সবকিছু করা যাবে অনায়াসেই।
এদের ঠিকানা: স্টেটকাউন্টার
======================================
গোস্ট্যাটস (Go Stats): আরেকটি বিখ্যাত কাউন্টার হল এই গোস্ট্যাটস। অনেকে আছেন যারা একটু সৌখিন। সাদামাটা জীবন পছন্দ করেন না। জীবনের মতোই নিজেদের ব্লগটিকে নানারাকম বর্ণিল ডিজাইনে সাজিয়ে তুলতে চান, তাদের জন্য আদর্শ কাউন্টার হল এই গোস্ট্যাটস।
এই কাউন্টার দিয়ে ভিজিটরদের বিষয়ে উপরে বর্ণিত সবগুলো তথ্য পাবেন। সাইটমিটার ও স্টেটকাউন্টার এই দুটো কাউন্টারের সবরকমের বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। বিভিন্নরকমের সিম্পল ডিজাইন (Simple Design) ছাড়াও পাবেন ফুল, পাখি, পাতা সহ অসংখ্য রকমের মনকাড়া ডিজাইন। আপনার ব্লগের রঙ ও ডিজাইন বুঝে নিজেই বেছে নিতে পারবেন সঠিক কাউন্টারটিকে।
এদের ঠিকানা: গোস্ট্যাটস