ভিজিট কাউন্টার- পর্ব ১

আপনার ব্লগটি (Blog) কতবার হিট (Hit) হয়েছে অর্থাৎ কোন ভিজিটরগণ (Visitor) কতবার ভ্রমণ (Visit) করেছেন বা দেখেছেন (Pageview) তার একটি তালিকা (List) অনায়াসে তৈরি করা যায়। আসলে আপনাকে এই হিট কাউন্টারটি (Hit counter) তৈরি করতে হবে না। ভার্চুয়াল (Virtual) জগতে শত শত ওয়েব সাইট (Web Site)আছে যারা বিনে পয়সায় (Free) আপনার ব্লগের হিট সংখ্যা গুণে দেয়ার জন্য অপেক্ষা করছে। এই হিট কাউন্টার বা ভিজিটর কাউন্টারগুলো সাধারণত পয়সার বিনিময়ে সুবিধা দেয়। কিন্তু আমি আজ যে সাইটগুলোর কথা বলব এর সবগুলোই ফ্রি (Free)। অর্থাৎ আপনার ওয়েবসাইট (Website) বা ব্লগ (Blog) এর ভিজিটর সংখ্যা গুণে দেয়ার জন্য তারা কোনরকম টাকা দাবী করবে না।

বেশিরভাগ হিটকাউন্টার সেবাদাতা প্রতিষ্ঠানগুলো নানারকম মানুষের মেজাজ ও চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তথা আপনার ব্লগ বা ওয়েবসাইটের বৈশিষ্ট্য, রঙ ইত্যাদি ভেদে বিভিন্ন ডিজাইনের কাউন্টার সরবরাহ করে। বিভিন্ন ডিজাইন (Design) থেকে আপনার পছন্দের কাউন্টার ডিজাইন বেছে নিন। আপনার ব্লগে স্থাপন করুন (Install)। জেনে নিন আপনার ব্লগের ভিজিটর সংখ্যা (Visitor Status)।

এরকম কয়েকটি সাইটের তালিকা আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই বলে রাখছি এই কাউন্টারসাইটগুলোই যে আদর্শ তা নয়। কারণ হাজার হাজার কাউন্টার প্রোভাইডারের মধ্যে থেকে কয়েকটাকে বেছে নেয়া সত্যিই কঠিন। এই কাউন্টারগুলো প্রাথমিকভাবে আমার নিজের কাছে ভালো লেগেছে বলেই আপনাদের সামনে উপস্থাপন করছি।
  • Red Counter
সাধারণত যে কাউন্টারগুলো ফ্রি দেয়া হয় সেগুলো বিভিন্ন স্পন্সর এর সহায়তার কারণে ফ্রি দেয়া সম্ভব হয়। এ জন্য বেশিরভাগ কাউন্টারের নিচে স্পন্সর প্রদান করা কোম্পানীর একটি লিংক প্রদর্শন করা হয়। কিন্তু আপনি যদি অন্য কারও বা অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইটের লিংক আপনার ব্লগে প্রদর্শন করতে না চান তাহলে এই রেড কাউন্টার আপনার জন্য আদর্শ বলে বিবেচিত হতে পারে। এটা ব্যবহার করা খুবই সহজ। কোন ইমেইল দিতে হবে না বা নাম রেজিস্ট্রি করতে হবে না। এর সবচাইতে প্রধান বৈশিষ্ট্য হল এই কাউন্টারের সাথে অন্য কারও কোন প্রকারের লিংক প্রদর্শন করা হয় না। বাছাই করা আকর্ষণীয় ১৫টি ডিজাইন নিয়ে এই রেড কাউন্টার কোনরকম ঝামেলা ছাড়াই সেটআপ করা যায়। ঠিকানা: Red Counter
  • e-zeeinternet

এই e zee internet কাউন্টারটিও অন্যতম জনপ্রিয় একটি কাউন্টার। নিচের ছবিটির ডিজাইনগুলো এদের। ১৮টি নজরকাড়া ডিজাইন রয়েছে এই e-zeeinternet কাউন্টারের। আপনার ব্লগের জন্য এদের কাউন্টার তৈরি করতেও কোন ই-মেইল, বা নাম রেজিস্ট্রি করতে হবে না।
এরা কাউন্টারের নিচে একটা লিংক দেয়। কিন্তু সেটা থার্ড পার্টির লিংক নয়। তাদের নিজেদের ওয়েবসাইটের লিংক তারা প্রত্যেক কাউন্টারের নিচে প্রদর্শন করে। নীতিগত দৃষ্টিকোণ থেকে এটাকে অনায়াসে মেনে নেয়া যায়। এদের ঠিকানা হল e-zeeinternet

  • website-hit-counters

website-hit-counters নামের এই কাউন্টারগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এর ডিজাইন। ৬টি ভাগে বিষয়ভিত্তিক ভাগ করে প্রায় ১০০ রকমের ডিজাইনের কাউন্টার এই কোম্পানি প্রদান করে।
  1. Basic Hit Counters
  2. Fancy Hit Counters
  3. Odometer Hit Counters
  4. Digital Traffic Counters
  5. Cute Hit Counters
  6. Colored Backgrounds
উপরের ছবিটি website-hit-counters এর Cute Hit Counters বিভাগ থেকে নেয়া হয়েছে। এখান থেকে কাউন্টার নিতে হলে আপনাকে একটি কার্যকরী ই মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার তথ্য পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করার জন্যই এই ব্যবস্থাটা রাখা হয়েছে।
এদের এড্রেস: website-hit-counters
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger