কি ধরণের সিস্টেম প্রয়োজন?
- সব ধরণের কম্পিউটার যেমন x86 অর্থাৎ আমরা যেরকম কম্পিউটার ব্যবহার করি এর সবকটিতে তো চলবেই। এছাড়াও ম্যাকিন্টোশ কম্পিউটারেও এটা চলবে খুব সহজে।
- প্রায় সব ধরণের কোডেক ডিফল্টভাবে ইনস্টল করা আছে। অতএব আপনাকে কোনপ্রকার ড্রাইভার নিয়ে অযথা দুঃশ্চিন্তিত হতে হবে না।
- সব ধরণের অডিও/ ভিডিও ফাইল (Audio / Video), ইমেজ (Image) ফাইল চালানো এর জন্যে কোন ব্যপার নয়। CD, DVD, HDD থেকে মিডিয়া ফাইল চালাতে তো পারেই। LAN অথবা Internet থেকেও ফাইল চালাতে কোন সমস্যা করে না।
- নির্দিষ্টভাবে কোন রিকোয়ারমেন্ট (Requirement) নেই। যে কোন পিসিতেই এটা চলবে। তবে অন্ততঃ একটি CD/ DVD Drive যে থাকতেই হবে সে কথা বলা বাহুল্য।
- প্রায় সব ধরণের Video, Sound, Etehernet, Wifi ও TV কার্ড GeeXboX সাপোর্ট করে। তবে কিছু কিছু হার্ডওয়ার (Hardware) আছে যেগুলো শুধুমাত্র Windows এর জন্যই তৈরি করা। এইসব Hardware এর কোন লিনাক্স সাপোর্ট (Linux Support) নেই। তাই এইসব হার্ডওয়ার GeeXboX চিনতে পারেনা। এই ধরণের হার্ডওয়ারের একটি লিস্ট রয়েছে এখানে।
- বুট (Boot) করার সময়ই আপনি ইচ্ছে করলে কম্পিউটারের হার্ডডিস্কে GeeXboX কে ইনস্টল করতে পারেন। সে সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন এখানে।
- আপনার আমার পরিচিত সব ধরণের ফাইল সিস্টেম (File System) চিনতে GeeXboX এর কোন অসুবিধা হয় না। তারপরও কিছু বিশেষ রকমের ফাইল সিস্টেম রয়েছে যা GeeXboX সাপোর্ট করে না। এর তালিকাটি দেখে নিতে পারেন এখান থেকে।
- কি কি প্যাকেজ (Package) দিয়ে এই অসাধারণ লিনাক্স ডিস্ট্রোটি তৈরি করা হয়েছে তার তালিকা এই পৃষ্ঠাটি থেকে দেখে নিতে পারেন।
- GeeXboX ডেভেলপার বেন ও ম্যাট (ফ্রেঞ্চ ভাষা) এর ব্লগদুটি এক ফাঁকে পড়ে নিতে পারেন।
ISO ফাইলটি ডাউনলোড করুন এই পাতা থেকে। ফাইল সাইজ মাত্র ১৮ মেগাবাইট।