কিভাবে ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রকাশ করবেন

একটি নতুন গেজেট (New Gadget) নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই গেজেটটি দিয়ে আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post) প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটর-পাঠকরা (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখা যাবে।
<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<font color="blue"><script src="http://banglahacks.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://banglahacks.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font>
এই সুবিধাটি ব্লগে স্থাপন করা খুব সহজ।
  • উপরে দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে একটি নতুন HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
  • গেজেটটির নাম 'ব্লগ পরিসংখ্যান' (Blog Statistics) বা নিজের পছন্দমতো কোন একটি দিন।
  • কোডের অভ্যন্তরের banglahacks লেখাটি (বোল্ড করা) পাল্টে আপনার ব্লগের ঠিকানাটি (Blog address) লিখে দিন।
  • এবার সেভ (Save) করুন।
  • এবার ব্রাউজারের অন্য ট্যাবে (ফায়ারফক্স ডাউনলোড করুন) থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh)করে দেখুন আপনার ব্লগের মোট পোস্ট ও মন্তব্য সংখ্যা প্রদশিত হচ্ছে।
সেটিংস পরিবর্তন করা
  • কোডটির দুইটি সেটিংস পরিবর্তন করতে পারবেন।
  • Posts: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Post' লেখাটি (বোল্ড করা) পাল্টে 'পোস্ট সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • Comments: লেখাটি যেখানে রয়েছে সেখানে 'Comments' শব্দটি (বোল্ড করা) পাল্টে 'মন্তব্য সংখ্যা' বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
  • font color="blue" পাল্টে 'black' কিংবা 'red' অথবা যে কোন রঙ লিখে দিতে পারবেন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger