ব্লগের ফেভিকন পরিবর্তন করার পদ্ধতি

 
ফেভিকন (Favicon) হল কোন একটি ওয়েবসাইটের (Website) নিজস্ব আইকন (Icon) বা লোগো (Logo)। প্রায় প্রত্যেকটি ওয়েবসাইটের নিজস্ব লোগো আছে। নিজস্ব স্বকীয়তা প্রকাশ করার জন্য স্বতন্ত্র লোগো লাগবেই। এই লোগো যে শুধু হেডারে (Header) প্রদর্শিত হবে তা নয়। ব্রাউজারের (Browser) এড্রেস বারের (Address bar) এক কোণাতেও এই ফেভিকনকে প্রদর্শন করানো যায়। ওয়েব সাইটগুলোর মতো ব্লগেও (Blog) আমরা নিজস্ব লোগো বা ফেভিকন প্রদর্শন করতে পারের।  উপরের ছবিটি লক্ষ্য করুন। লাল লঙের দাগ চিহ্নিত ছবিগুলোই ফেভিকন। এটা সাধারণত আইকন ফাইল (Icon file=*.ico) হতে হয়। কিন্তু আমরা আইকন ফাইল ছাড়াও যে কোন ইমেজ ফাইল (Image file) দিয়ে ফেভিকন তৈরি করতে পারবো। ব্লগার.কম (Blogger.com) এ খোলা ব্লগে (Blog) এই ফেভিকন (Favicon) কিভাবে স্থাপন করা যায় আজ আমরা তাই শিখবো।
কিভাবে ব্লগে ফেভিকন স্থাপন করা যায়ঃ
  • প্রথমেই একটি নিজস্ব লোগো (Personal logo) তৈরি করে নিন।
  • ফেভিকনের জন্য এই নতুন তৈরি করা লোগোর একটি আলাদা ইমেজ ফাইল (Image file)  তৈরি করুন। ইমেজ ফাইলটির এক্সেটনশন জেপিজি (jpg), জেপিইজি (jpeg), পিএনজি (png) বা জিফ (gif) যে কোন কিছু হতে পারে।
  • ইচ্ছে করলে নড়াচড়া করে এমন ছবি বা লেখাযুক্ত (Animated image or text) জিফ ফাইলও আপনি ব্যবহার করতে পারেন।
  • এই নতুন ফেভিকনটির সাইজ ১৬×১৬ পিক্সেল (16×16 pixel)হলে ভাল হয়। তবে বেশি হলেও চলবে। কিন্তু খুব বেশি বড় যেন না হয়।
  • এই ফেভিকন ইমেজ ফাইলটিকে অনলাইনে (Online) কোথাও আপলোড (Upload) করে ফেলুন।
  • এবার ব্লগের ড্যাশবোর্ডে (Blogger.com Dashboard) লগইন (Login) করুন। Layout অংশের Edit HTML পেজে আসুন। 
  • Expand Widget Templates এ টিক চিহ্ন (Tick sign) দিতে হবে না।
 
  •  উপরের ছবিটির ভালমতো লক্ষ্য করুন।
  • ]]></b:skin> এবং  </head> এর মাঝখানে নিচের কোডটি (Code) লিখুন।
  • <link href='YOUR IMAGE WEB LINK' rel='icon' type='image/gif'/>
  • YOUR IMAGE WEB LINK লেখাটির জায়গায় আপনার আপলোড করা ফেভিকন ইমেজটির ডাইরেক্ট লিংকটি (Direct Link) লিখে দিন। আপনার ইমেজটি যে ফরমেটের তা Image/gif লেখাটির gif এর বদলে লিখুন। তা jpeg বা png যাই হোক না কেন, তা লিখুন।
  • এবার ব্রাউজারের (Browser) অন্য ট্যাবে {ফায়ারফক্স (Firefox) ডাউনলোড করুন} থাকা ব্লগটিকে একবার রিফ্রেশ (Refresh) করে দেখুন আপনার ব্লগের নতুন ফেভিকনটি (New Favicon) এড্রেসবারের (Address bar) একেবারে বামকোণায় (Leftside) প্রদর্শিত হচ্ছে কি না।
  • কোন রকম সমস্যা হলে জানাতে দ্বিধা করবেন না।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger