উপরের ছবিটি দেখুন। ব্লগে লেখা নতুন পোস্টের লিংক তো দেখাচ্ছেই, এছাড়া আরও দুটি অতিরিক্ত তথ্য এই গেজেটটির মাধ্যমে পাঠকদেরকে জানানো হচ্ছে। একটি হল 'পোস্টের একটু সারাংশ' এবং 'পোস্ট প্রকাশিত হওয়ার তারিখ'। এই তথ্যবহুল 'সাম্প্রতিক পোস্ট' গেজেটটি স্থাপন করার জন্য আপনাদেরকে ছোট্ট একটুখানি HTML Code ব্লগারের সাইডবারের HTML/ Javascript Gadgetbox এ স্থাপন করতে হবে। কোডটি নিচে দেয়া হলঃ
<script style="text/javascript" src="http://sites.google.com/site/banglahacks/shrd/showrecentposts.js"></script><script style="text/javascript">var numposts = 15;var showpostdate = true;var showpostsummary = true;var numchars = 100;var standardstyling = true;</script><script src="http://YOURBLOG.BLOGSPOT.COM/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=showrecentposts"></script>
এই কোডটিকে কয়েকটি অংশ আপনি নিজের মনের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন।
- প্রথমে YOURBLOG.BLOGSPOT.COM লেখাটি পাল্টে আপনার ব্লগের ঠিকানা লিখে দিন।
- numposts = 15 এখানে ১৫ এর বদলে যে কোন সংখ্যা লিখে দিতে পারবেন। আসলে যতগুলো পোস্ট আপনি দেখাতে ইচ্ছুক, সেই সংখ্যাটি লিখুন।
- showpostdate = true এইকোডটুকুরকারণে পোস্টটি কত তারিখে প্রকাশিত হয়েছে, তা দেখা যাবে। তারিখ দেখাতে না চাইলে false লিখে দিন।
- showpostsummary =true প্রকাশিত পোস্টটির সারাংশ দেখাতে চান কি? তাহলে এখানে কোন পরিবর্তন করার দরকার নেই। true লেখা আছে থাক। কিন্তু যদি কোন সারাংশ না দেখিয়ে শুধুমাত্র পোস্টের টাইটেলটুকু দেখাতে চান, তাহলে এখানে true এর বদলে false লিখে দিন।
- numchars = 100 প্রকাশিত সারাংশর কতটুকু অংশ দেখাতে চান? কতগুলো ক্যারেক্টার দেখা যাবে তা এখানে সংখ্যার কমবেশি করে নিয়ন্ত্রণ করুন। আমি ১০০ লিখে দিয়েছি। আপনি ৫০ বা ২০০ লিখে দিয়ে পরীক্ষা করে পছন্দ করে নিন