ফিডবার্নার URL’এর স্থানে নিজের ডমেইন নাম দেখান

অনেকেই ফিডবার্নার দিয়ে নিজেদের সাইটের আরএসএস ফিড পাঠককে দিচ্ছেন। সাধারনত URL হয় এইরকম, feeds.feedburner.com/sitename কিম্বা অনেকের আবার feeds2.feedburner.com/sitename এমনও URL আছে। আচ্ছা, কেমন হয় যদি এইটাকে নিজস্ব ডমেইনের নামেই দেওয়া যায়? সার্ভিস দেবে ফিডবার্নার থেকেই, কিন্তু URL’এ থাকবে নিজের ডমেইন নাম। ভালো হয় না? যেমন ধরুন আমার সাইট যদি হয় www.domain.com তাহলে আমার ফিড ঠিকানা দিলাম feed.domain.com/feedname – তাহলে খুব সুন্দর হয় না? এখানে আপনারা ব্যবহার করতে পারবেন নিজেদের কেনা ডমেইন নেম। সেই একঘেয়ে ফিডবার্নার লিঙ্ক দেখার চেয়ে পাঠক দেখবে আপনার কাস্টমাইজ করা ডমেইন লিঙ্ক।

আপনিও পেতে পারেন। থাকতে হবে নিজের ডমেইন নাম, হয় কেনা নয়তো ফ্রি ডমেইন যেমন .tk কিম্বা .co.cc ইত্যাদি। মোট কথা, ডমেইন কন্ট্রোল প্যানলে CNAME যুক্ত করার সুবিধা থাকলেই নিজের ডমেইন নামে ফিড ঠিকানা দিতে পারবেন। যারা ইতিমধ্যেই ফিডবার্নার দিয়ে আরএসএস দিচ্ছেন, তারাও পারবেন, এমন নয় যে নতুনরাই কেবল পারবে, পুরোনোরাও পারবেন। পদ্ধতি নিচে দিলাম -

প্রথমেই লগ-ইন করুন আপনার ফিডবার্নার একাউন্টে। তারপরেই দেখবেন উপরে ডানদিকে যেখানে সাইন-আউট লিঙ্ক থাকে সেই লাইনে আছে এইরকম - My Feeds | My Account | Languages | Help | Sign Out এইখানে MY ACCOUNT লিঙ্কে ক্লিক করুন। যে পাতায় পৌছোবেন সেটা নিচের মতো -

how to set feedburner custom url

ক্লিক করুন MY BRAND লিঙ্কে। যে পাতা খুলে যাবে তা নিচের মতো -

how to set feedburner custom url

এই পাতায় দেখুন হলুদ মার্কার রঙ দিয়ে আপনার জন্য নির্দিষ্ট CNAME value দেওয়া আছে, আমি হাইলাইট করেছি, এই অংশটি কপি করে নিন।

how to set feedburner custom url

এবারে চলুন ডমেইন কন্ট্রোল প্যানেলে। সেখানে যেমন করে সাবডমেইন সৃষ্টি করেন, একইভাবে CNAME রেকর্ড তৈরী করুন। সাবডমেইনের নাম দেবেন “feed” কিম্বা ”feeds”, অথবা নিজের পছন্দের যেকোনো নামও দিতে পারেন, যা ইচ্ছা, যেমন “rssfeed” দিতে পারেন, কিম্বা শুধুই "rss"। এবার CNAME value বসিয়ে দিন যেটা কপি করেছেন। এখন আপনার ডমেইনের DNS যতো তাড়াতাড়ি সেট হয়ে যায়, তার পরেই আবার পুরোনো স্ক্রিনে ফিরে গিয়ে আপনার কাঙ্খিত ফিড নাম বসিয়ে দেবেন যেমন feed.domain.com এবং নিচে ACTIVATE বোতাম চেপে সেট করে দেবেন।

কিছুক্ষণ পরে থেকেই আপনার নতুন ফিড ঠিকানা রেডী! যদি আপনার পুরোনো ফিড ঠিকানা হয়ে থাকে feed.feedburner.com/abcd তাহলে আপনার নতুন ঠিকানা হবে feed.domain.com/abcd সব হয়ে গেলে ব্লগে ফিরে এসে পুরোনো ফিডবার্নার লিঙ্ক আপডেট করে নিন, ব্যাস, পাঠক এখন থেকে নতুন লিঙ্কে ফিড পাবেন।

যারা Google Apps ইমেইল ব্যবহার করছেন এবং নিজস্ব ডমেইন নামে ইমেইল সার্ভিস দিচ্ছেন যেমন @domain.com ইমেইল, তারা একইভাবে Google Apps দিয়ে অন্যান্য সার্ভিসও দিতে পারবেন যেমন sites.google.com, docs.google.com, chat.google.com ইত্যাদিকে আপনারা নিজস্ব লিঙ্ক দিয়ে দিতে পারবেন যেমন sites.domain.com, docs.domain.com, chat.domain.com [এক্ষেত্রে sites, docs আর chat নামের সাবডমেইন বানিয়ে নিয়ে সেইগুলিকে ghs.google.com'এ সেট করে দেবেন এবং ড্যাশবোর্ড থেকে change URL করে নিজের সাইটের নামে সেট করে নেবেন]

যে ডমেইন নেম কিনেছেন, তার পূর্ণ ব্যবহার করুন। Google এইসব সার্ভিস এবং কাস্টমাইজ করার সুবিধা আমাদের জন্যই দিয়েছে, সবটা ব্যবহার করুন।

 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger