ব্লগে Top Post গেজেট স্থাপন করার পদ্ধতি

আজ আমরা জানবো কিভাবে ব্লগে একটি 'টপ পোস্ট' গেজেট (Top Post Gadget) স্থাপন করা যায়। আমরা এর আগে সবচেয়ে বেশি মন্তব্য এসেছে যেসব পোস্টে তার তালিকা দেখানোর একটি গেজেট ব্লগে স্থাপন করার পদ্ধতি জেনেছিলাম। আজ আমরা সবচেয়ে বেশি দেখা হয়েছে যেসব পোস্ট সেসব দেখার একটি গেজেট কিভাবে পাওয়া যেতে পারে, তার পদ্ধতি জানবো।
আমরা এই প্রয়োজনীয় গেজেটটি সংগ্রহ করবো Postrank নামক সাইট থেকে। সাইটে গিয়ে নাম ঠিকানা, ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন।
লগইন করার পর ডানপাশের সাইডবারে Top Post Widget লেখাতে ক্লিক করুন।
উপরের ছবির মতো পেজের Get Widget লেখাতে ক্লিক করুন। ড্রপডাউন মেনু থেকে আপনি কোন প্লাটফরমের জন্য এই টপ পোস্ট গেজেটটি খুজছেন, তা নির্বাচন করুন। এই গেজেটটি আপনি Blogger.com, Wordpress, Typepad এবং আরও অন্যান্য কয়েকরকম CMS এর জন্য তৈরি করে নিতে পারবেন। আপনার ব্লগিং প্লাটফরম নির্বাচন করুন।Add a top post gadget in your blog. It support all kind of CMS. Blogger, wordpress, typepad gadget is available.
অথবা, একেবারে নিচের ফুটার লিংকগুলোর Widget Customization লেখা লিংকে ক্লিক করুন।সরাসরি নিচের ছবির মতো একটি পাতায় চলে আসবেন।
এখানে ব্লগের নাম, পছন্দের রঙ, কতটি পোস্ট দেখাতে চান- ইত্যাদি বাছাই করুন। সবশেষে একই পাতার সবনিচের কোডবক্স থেকে কোড সংগ্রহ করে নিন।
এবার Blogger.com এর ক্ষেত্রে সরাসরি Layout> Page Elements ট্যাবে গিয়ে একটি নতুন HTML/JavaScripts গেজেটে কোডটি স্থাপন করুন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger