মজার সারি

আমরা বিভিন্ন ছবির প্রয়োজনে গুগলে প্রায়ই সার্চ করে থাকি। সার্চশেষে যে রেজাল্ট আসে সেই পেজটাতে যে ছবিগুলো থাকে, সেগুলোকে এক মজার স্টাইলে আমরা সাজাতে পারি। এর জন্য নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন। অবাক হয়ে যাবেন।
প্রথমে যে কোন বিষয়ের ছবি সার্চ করুন। সার্চরেজাল্ট পেজে নিচের কোডটি সম্পূর্ণ লিখুন। ভাল উপায় হলো এখান থেকে কপি করে ব্রাউজারের এড্রেসবক্সে পেস্ট করে দেয়া। আর ফলাফল নিজে উপভোগ করুন এবং বন্ধুদেরকে জানান।
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position= 'absolute'; DIS.left=Math.sin (R*x1+i*x2+x3) *x4+x5; DIS.top=Math.cos (R*y1+i*y2+y3) *y4+y5}R++} setInterval ('A()',5); void(0);


টিপসটি নেয়া হয়েছে এখান থেকে।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger