গুগলের কিছু সার্চ টিপস

লিখেছেন: দু:খবিলাস

গুগল এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহার করা এমন একটি সার্চ ইন্জিন। হেন জিনিস নাই যা গুগলে আসে না। সংশ্লিষ্ট স্ট্রিং দিয়ে জাস্ট বাটনে চাপ দাও। সংগে সংগে ভুড়ি ভুড়ি রেজাল্ট চলে আসবে।

গুগলে সমস্যা হয় একটাই। অনেক রেজাল্ট আসে, এতে বুঝতে সমস্যা হয় কোনটি দরকারী অথবা ফালতু। সেইসমস্ত ক্ষেত্রে, আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমাদের রেজাল্ট বের করে আনতে পারি।

উদাহরণ:
আমি শুধুমাত্র .pdf কনটেন্ট পেতে চাই।
-কোন ব্যাপার না। আপনার দেওয়া সার্চ স্ট্রিং এর শেষে .pdf বা :pdf বা *.pdf দিয়ে ট্রাই করুন। এভাবে আপনি আপনার পছন্দের এক্সটেনশান দিয়ে ট্রাই করে দেখতে পারেন।

এটা গেল, খুব প্রাইমারী লেভেলের জিনিস।

এখন দেখুন, গুগল সার্চের ঘরে নিচের লেখাগুলো রেখে সার্চ দিন। নিজের প্রয়োজন অনুসারে ফাইলের এক্সটেনশানগুলো পরিবর্তন করে নিন।

উদাহরণ:
১। গানের জন্য:
intitle:index.of +"last modified" +"parent directory" +(mp3|wma|ogg) +"xyz" -htm -html -php -asp

লক্ষ্য করুন, xyz হলো আপনি যার গানগুলোর উপর সার্চ করতে চান। গানের এক্সটেনশানগুলো হলো mp3 ,wma এবং ogg।

২। কোন নির্দিষ্ট ওয়েবসাইটে সার্চ করতে চান কোন নির্দিষ্ট কোন ফাইলের:
site:abc.com +"xyz" +(rar|zip)

লক্ষ্য করুন, xyz হলো আপনার ফাইলের নাম এবং rar,zip হলো তাদের এক্সটেনশান।

৩। পিডিএফ এর জন্য:
-inurl:htm -inurl:html intitle:"index of" +("/ebooks"|"/book") +(chm|pdf|zip) +"xyz" "Last Modified"

লক্ষ্য করুন, xyz হলো আপনার ফাইলের নাম এবং chm,pdf,zip হলো তাদের এক্সটেনশান।

৪। রিংটোনের জন্য:
intitle:index.of +"last modified" +"parent directory" +(qcp|mid|m4a|mp4) +"xyz" -htm -html -php -asp

কৃতজ্ঞতা: সামহোয়ার
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger