ডিফল্ট ড্রপডাউন মেনুকে বড় করা

ব্লগারে যে ডিফল্ট ড্রপডাউন ব্লগ আর্কাইভ (Default Drop Down Archive) থাকে তার আকার (Size) অনেকেই পছন্দ করে না। আসলেই তাই। কেমন যেন ছোট একটা মেনু (Menu)। দেখতেই খারাপ লাগে (Look......?)। তার চাইতে যদি এর আকার কলামের (Column) সমান হত তাহলে খুব ভাল হত।
আজ আমরা ব্লগের html এর মধ্যে এমন একটি কোড (Code) পরিবর্তন করব, যার ফলে ড্রপডাউন মেনুর (Dropdown Menu) সাইজ সাইডবারের (Side Bar) সমান হয়ে যাবে। ফলে দেখতে মোটেও খারাপ লাগবে না। এই কোড প্রয়োগ করার আগে অবশ্যই আপনার ব্লগ আর্কাইভ উইজেটটি (Widget) ড্রপডাউন করে নিতে হবে। উল্লেখ্য উইজেটকে গেজেট (Gadget) নামেও ডাকা হয়।

আপনাকে নিম্নোক্ত কাজগুলি ধারাবাহিকভাবে করে যেতে হবে।


  • প্রথমে পাসওয়ার্ড ও আইডি দিয়ে ব্লগারে লগইন করুন।
  • Layout বাটনে ক্লিক করুন।
  • Edit Html tab বাটনে ক্লিক করুন।
  • আপনার এইচটিএমএল এর কোডএর ব্যাকআপ নিয়ে নিন।
  • Expand Template Widget এর পাশের চেকবক্সে টিক চিহ্ন দিন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
  • নিচের কোডটি খুঁজে বের করুন।


<b:includable id='menu' var='data'>
<select expr:id='data:widget.instanceId + &quot;_ArchiveMenu&quot;'>
<option value=''><data:title/></option>
<b:loop values='data:data' var='i'>
<option expr:value='data:i.url'><data:i.name/> (<data:i.post-count/>)</option>
</b:loop>
</select>
</b:includable>



উপরের কোডটি মুছে নিচের কোডটি পেস্ট করুন।

<b:includable id='menu' var='data'>
<select expr:id='data:widget.instanceId + &quot;_ArchiveMenu&quot;' style='width:100%'>
<option value=''><data:title/></option>
<b:loop values='data:data' var='i'>
<option expr:value='data:i.url'><data:i.name/> (<data:i.post-count/>)</option>
</b:loop>
</select>
</b:includable>



  • এবার Save Template বাটনে ক্লিক করে আপনার পরিবর্তনকে সেভ করুন।
  • View Blog বাটনে প্রেস করে পরিবর্তনটা যাচাই করে নিন।

তথ্য কৃতজ্ঞতা: blogspottutorial
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger