আজ আমরা ব্লগের html এর মধ্যে এমন একটি কোড (Code) পরিবর্তন করব, যার ফলে ড্রপডাউন মেনুর (Dropdown Menu) সাইজ সাইডবারের (Side Bar) সমান হয়ে যাবে। ফলে দেখতে মোটেও খারাপ লাগবে না। এই কোড প্রয়োগ করার আগে অবশ্যই আপনার ব্লগ আর্কাইভ উইজেটটি (Widget) ড্রপডাউন করে নিতে হবে। উল্লেখ্য উইজেটকে গেজেট (Gadget) নামেও ডাকা হয়।
আপনাকে নিম্নোক্ত কাজগুলি ধারাবাহিকভাবে করে যেতে হবে।
- প্রথমে পাসওয়ার্ড ও আইডি দিয়ে ব্লগারে লগইন করুন।
- Layout বাটনে ক্লিক করুন।
- Edit Html tab বাটনে ক্লিক করুন।
- আপনার এইচটিএমএল এর কোডএর ব্যাকআপ নিয়ে নিন।
- Expand Template Widget এর পাশের চেকবক্সে টিক চিহ্ন দিন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
- নিচের কোডটি খুঁজে বের করুন।
<b:includable id='menu' var='data'>
<select expr:id='data:widget.instanceId + "_ArchiveMenu"'>
<option value=''><data:title/></option>
<b:loop values='data:data' var='i'>
<option expr:value='data:i.url'><data:i.name/> (<data:i.post-count/>)</option>
</b:loop>
</select>
</b:includable>
উপরের কোডটি মুছে নিচের কোডটি পেস্ট করুন।
<b:includable id='menu' var='data'>
<select expr:id='data:widget.instanceId + "_ArchiveMenu"' style='width:100%'>
<option value=''><data:title/></option>
<b:loop values='data:data' var='i'>
<option expr:value='data:i.url'><data:i.name/> (<data:i.post-count/>)</option>
</b:loop>
</select>
</b:includable>
- এবার Save Template বাটনে ক্লিক করে আপনার পরিবর্তনকে সেভ করুন।
- View Blog বাটনে প্রেস করে পরিবর্তনটা যাচাই করে নিন।
তথ্য কৃতজ্ঞতা: blogspottutorial