আর্কাইভ মেনু সমস্যার সমাধান
Posted by: Aero Riverকোন কোন টেমপ্লেট (Template) আছে যেগুলোতে সাধারণ হায়ারকি (Hierarchy) বা ড্রপডাউন (Dropdown) মোডে আর্কাইভ মেনু দেখা যায় না। শুধুমাত্র ফ্লাট লিস্ট (Flat List) হিসেবে দেখায়। কেউ কেউ হয়ত এই বিষয়টি ঠিক পছন্দ করে না। তাদের জন্য এই টিপ্সটি দেয়া হল।
ব্লগারে লগইন করে Layout অংশে গিয়ে Edit Html অংশে নিচের কোডটুকু খুঁজে বের করুন।
<b:includable id="main">
<b:if cond="data:title">
<h2><data:title></data:title></h2>
</b:if>
<div class="widget-content">
<div id="ArchiveList">
<div id="data:widget.instanceId + "_ArchiveList"">
<b:include data="data" name="flat">
</b:include></div>
</div>
</div>
</b:includable>
উপরের কোডটাকে সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটুকু (Code) সম্পূর্ণ লিখুন। কপি (Copy) ও পেস্ট (Paste) করতে পারেন।
<b:includable id='main'>
<b:if cond='data:title'>
<h2><data:title/></h2>
</b:if>
<div class='widget-content'>
<div id='ArchiveList'>
<div expr:id='data:widget.instanceId + "_ArchiveList"'>
<b:if cond='data:style == "HIERARCHY"'>
<b:include data='data' name='interval'/>
</b:if>
<b:if cond='data:style == "FLAT"'>
<b:include data='data' name='flat'/>
</b:if>
<b:if cond='data:style == "MENU"'>
<b:include data='data' name='menu'/>
</b:if>
</div>
</div>
<b:include name='quickedit'/>
</div>
</b:includable>
এবার প্রিভিউ দেখুন এবং সেভ করুন। ব্লগটিকে রিফ্রেস করুন। দেখবেন আপনার প্রত্যাশা পূরণ হয়ে গেছে।
আসলে মূল টেমপ্লেটে কিছু শর্ত পূরন করা ছিল না। এবার সেই শর্তগুলো পূরণ করা হয়েছে। এখন নিচের ছবির মতো করে আর্কাইভ (Archive) মেনুকে (Menu) হায়ারারকি (Hierarchy), ফ্লাট অথবা ড্রপ ডাউন করা যাবে।
তথ্য কৃতজ্ঞতা: findcheapworld.com
Labels:
HTML,
Tips,
Tutorial,
টিউটোরিয়াল