উন্মোচন হল গুগল নোল

এর আগে গতবছরের ডিসেম্বর মাসে গুগল নোলের আগমনী বার্তা শোনা গিয়েছিল। এ বিষয়ে এই ব্লগে একটি লেখাও ছিল। গত কয়েকমাসব্যাপী পরীক্ষা নিরীক্ষার পর গুগল তাদের নোল সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল। এই নোলকে অনেকে উইকিপিডিয়ার বিকল্প হিসেবে ভাবছেন। তাই এর নাম দিয়েছেন গুগলপিডিয়া। এই নোল (Knol) এর মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কোন মানুষ তার জানা জ্ঞান সকলের মাঝে বিলিয়ে দিতে পারবে।
এর কিছু বিশেষ ফিচার হল:
  • মানুষ তাদের জ্ঞানকে অনলাইনে সকলের উদ্দেশ্যে বিলি করতে পারবে।
  • প্রত্যেকটা নোল এর একজন বা একাধিক লেখক থাকবে।
  • সম্পাদনা করা যাবে। পরবর্তীতে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে।
  • মন্তব্য করা যাবে। এর মাধ্যমে যে কেউ লেখককে তার ভুলত্রুটিগুলো দেখিয়ে দিতে পারবেন। কোন একটি নোল এর যদি একাধিক কন্ট্রিবিউটর থাকে তাহলে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটি মানসম্পন্ন লেখা দাঁড় করাতে পারবেন।
  • উইকপিডিয়াতে টাকা আয়ের কোন ব্যবস্থা নেই। কিন্তু এই গুগল নোল এ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে রেভিনিউ শেয়ার করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে হলে এই লিংকে ক্লিক করুন।
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger