এর কিছু বিশেষ ফিচার হল:
- মানুষ তাদের জ্ঞানকে অনলাইনে সকলের উদ্দেশ্যে বিলি করতে পারবে।
- প্রত্যেকটা নোল এর একজন বা একাধিক লেখক থাকবে।
- সম্পাদনা করা যাবে। পরবর্তীতে প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে।
- মন্তব্য করা যাবে। এর মাধ্যমে যে কেউ লেখককে তার ভুলত্রুটিগুলো দেখিয়ে দিতে পারবেন। কোন একটি নোল এর যদি একাধিক কন্ট্রিবিউটর থাকে তাহলে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটি মানসম্পন্ন লেখা দাঁড় করাতে পারবেন।
- উইকপিডিয়াতে টাকা আয়ের কোন ব্যবস্থা নেই। কিন্তু এই গুগল নোল এ বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে রেভিনিউ শেয়ার করতে পারবেন।

Hello, I am Aero River. Like to do web tweaking. :)

