ব্লগ লিখুন
Posted by: Aero River
ব্লগকে বলা হয় রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ। অর্থাৎ সাধারণ জনগণের চিন্তাভাবনা, রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত জীবনদর্শন, সাহিত্যরচনা ইত্যাদি প্রকাশের অন্যতম মাধ্যম হল ব্লগ। প্রচলিত মিডিয়াগুলো বিভিন্ন কারণে প্রত্যেক সাধারণ মানুষের বক্তব্যকে প্রকাশ করতে পারে না। এর মধ্যে অন্যতম কারণ হল বিজ্ঞাপন দাতার মেজাজমর্জি। এছাড়া পত্রিকাগুলোর জায়গা সমস্যা (Space Problem) আর টিভি বা বেতার মিডিয়ার সময় সমস্যা অন্যতম। কিন্তু নিজের ব্লগে এসবের কোন বালাই নাই। ফলে একজন ব্যক্তি নিজস্ব চিন্তাভাবনাগুলোকে নিশ্চিন্তে সকলের সম্মুখে প্রকাশ করতে পারেন। কোন সেন্সরশীপের রক্তচক্ষু তাকে থামাতে পারবে না।