এতদিন বাংলা হ্যাকস ব্লগের ডানপাশের সাইডবারে ট্যাবভিত্তিক গেজেট বক্স লাগানো ছিল। আজ একজন পাঠক ইমেইল করে আপত্তি জানিয়ে বলেছেন যে এই ট্যাবটি তার পিসিতে কোনক্রমেই ওপেন হচ্ছে না। ফলে অনেকক্ষণ ধরে তিনি বাংলা হ্যাকস ব্লগের সাম্প্রতিক লেখাগুলোর সূচীটি দেখতে পাচ্ছিলেন না। ব্লগটি নাকি অনেকক্ষণ ধরে সম্পূর্ণভাবে ওপেনই হচ্ছিল না। যখন হল, তখনই তিনি ইমেইল করে আমাকে এটা মুছে ফেলবার জন্য অনুরোধ জানালেন। তিনি গ্রামীণফোনের নিজস্ব মডেম দিয়ে P1 সার্ভিস ব্যবহার করেন।
আমি এর আগেও ৪/৫টি ইমেইল পেয়েছি যারা এই ট্যাবটির কারণে বাংলা হ্যাকস ব্লগটিকে সম্পূর্ণ ওপেন করতে পারছিলেন না। আমি নিজেও বিভিন্ন পরীক্ষায় এটার ধীরগতির প্রমাণ পেয়েছি। ভেবেছিলাম বাংলাদেশের ইন্টারনেট গতি কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। হয়তো তেমন সমস্যা হবে না। কিন্তু আমার ভাবনা যে কতটা ভুল তা আজ জানতে পেরে একটুও দেরি করলাম না।
আশা করি কম গতির ইন্টারনেট কানেকশন থেকে 'বাংলা হ্যাকস' ব্লগ ভিজিট ও এর অন্য পাতাগুলো পড়তে এখন থেকে আর কোন অসুবিধা হবে না।